আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের ২ নেতা ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এসময় আরও বেশ কয়েকটি বাড়িতে তাণ্ডব চালানো হয়।
মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের নাওড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় দু'জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত ১১ নভেম্বর কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডে স্থানীয় ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোশারফ হোসেনকে পরাজিত করে বিজয়ী হন বিএনপিপন্থী প্রার্থী জসিম উদ্দিন জসু। এ নিয়ে নির্বাচনের পরদিন ১২ নভেম্বর দুই প্রার্থীর লোকজনের মধ্যে সহিংসতার ঘটনা ঘটে। গত ২৭ নভেম্বর দ্বিতীয় দফায় আবারও দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এর জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় ইউপি সদস্য জসিম উদ্দিন জসুর কর্মী-সমর্থকরা পরাজিত প্রার্থী মোশারফ হোসেন ও কায়েতপাড়া ইউনিয়ন মহিলা লীগের সভাপতি জোসনা আক্তারের বাড়িতে হামলা করে। এসময় আরও ৩/৪টি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। চারটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারও ভাঙচুর করে হামলাকারীরা।
এই হামলায় অন্তত ১০জন আহত হন। তাদের মধ্যে ইউসুফ মিয়া ও রেনু মিয়া নামের দু'জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া আহত অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এদিকে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
-এএ