আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর রামপুরায় অনাবিল পরিবহনের বাসের চাপায় একরামুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মাইনুদ্দিন ইসলাম নিহতের মামলায় সুপারভাইজার গোলাম রাব্বী ও হেলপার চাঁন মিয়ার একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার এসআই মোহাম্মদ আল আমিন মীর দুই আসামিকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করেন। আবেদনে বলা হয়, আসামিরা অনাবিল সুপার ঢাকা মেট্রো ব-১৫-০৮৫৬-এর সুপারভাইজার ও হেলপার। বাসের চালক আসামি মো. সোহেল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
গত সোমবার রাত ১১ টার দিকে পূর্ব রামপুরায় রাস্তা পার হওয়ার সময় মাইনুদ্দিনকে চাপা দিয়ে তার ওপর দিয়ে চলে যায়। মাইনুদ্দিন ঘটনাস্থলেই নিহত হয়।
এ ঘটনায় উত্তেজিত জনতা গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। বিষয়টি নিয়ে দেশব্যাপী চাঞ্চল্য হয়। আসামিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে সাত দিনের রিমান্ড প্রয়োজন। শুনানিকালে আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
এদিকে ওই ঘটনায় বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুর করায় পুলিশের করা মামলায় শহীদ বেপারী নামে এক আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন একই আদালত। মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার এসআই তৌহিদুল ইসলাম এই আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেন।
মাইনুদ্দিন এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল। বাসচাপায় তার মৃত্যু হলে মা রাশিদা বেগম সড়ক দুর্ঘটনা আইনে মামলা করেন। ওই ঘটনায় রামপুরা এলাকায় আটটি বাসে আগুন ও চারটিতে ভাঙচুর করায় পৃথক একটি মামলা করে পুলিশ। ওই মামলায় অজ্ঞাত পাঁচ শতাধিককে আসামি করা হয়েছে।
-এটি