সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বৈরুতে ইসরাইলি ড্রোন হামলা, বহু হতাহতের আশঙ্কা ‘পাকিস্তানের পক্ষে ২ কোটি শিখ’, ভারতকে হুঁশিয়ারি খালিস্তানি নেতার জামায়াতের সাথে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হজসেবায় অত্যাধুনিক মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ চালু হচ্ছে সোমবার  নারীবিষয়ক সংস্কার কমিশন তসলিমা নাসরিনের দোসর : আমিরে মজলিস দাওরায়ে হাদিস পাসে চাকরি দিচ্ছে বোনাফাইড টেক্সটাইল ইসলামি দলগুলোর নির্বাহী কমিটি গঠন প্রক্রিয়ায় পরিবর্তন আনা দরকার সংস্কার ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হবে না : খেলাফত আন্দোলন ‘ইসলামি দলগুলোর মধ্যে বোঝাপড়ার যে সূচনা হয়েছে তা ধরে রাখতে হবে’ ‘ইসলামীবিরোধী নারী কমিশন বাতিল করতে হবে’

শিক্ষার্থীদের চাপে জরিমানা দিতে বাধ্য হলো লাইসেন্সবিহীন পুলিশের গাড়ি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আন্দোলনরত শিক্ষার্থীদের চাপের মুখে লাইসেন্সবিহীন পুলিশের একটি গাড়িকে জরিমানা করতে বাধ্য করা হয়েছে ।

রেজিস্ট্রেশন নম্বরবিহীন রাস্তায় নামা পুলিশের ওই গাড়িটিকে বুধবার রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় আটকে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় গাড়িটি যে পুলিশ সদস্য চালাচ্ছিলেন তার ড্রাইভিং লাইসেন্সও পাননি শিক্ষার্থীরা।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা ওই গাড়ি ও চালকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তব্যরত পুলিশ কর্মকর্তাদের অনুরোধ জানান। তবে প্রথমে তারা এ নিয়ে মামলা নিতে রাজি হননি।

শিক্ষার্থীরা এ সময় পুলিশের বিরুদ্ধে শ্লোগান দেওয়া শুরু করে। এ নিয়ে পুলিশের সঙ্গে তাদের তর্ক শুরু হয়। কিছুক্ষণ পর প্রায় ১০০ জন শিক্ষার্থী গাড়িটিকে জোর করে রাস্তার পাশে পার্ক করে ঘিরে রাখে।
পরিস্থিতি সামাল দিতে ডিএমপির খিলগাঁও জোনের অতিরিক্ত উপকমিশনার নুরুল আমিন ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের শান্ত করার চেষ্টা করেন।

তবে শিক্ষার্থীরা রেজিস্ট্রেশনবিহীন গাড়ি ও চালকের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত শিক্ষার্থীরা গাড়িটিকে আটকে রাখা হবে বলে জানান।

ঘণ্টাখানেক বাববিতণ্ডার পর দুপুর দেড়টার দিকে একজন ট্রাফিক সার্জেন্ট ঘটনাস্থলে এসে গাড়িটির চালক পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেন।

এ ব্যাপারে খিলগাঁও জোনের সহকারী কমিশনার খন্দকার রেজাউল হাসান সাংবাদিকদের ওই চালকের ব্যাপারে বলেন, ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ায় আমরা তাকে ৫ হাজার টাকা জরিমানা করেছি। তিনি এক বছর লাইসেন্স নবায়ন করেননি।

এ সময় গাড়ির রেজিস্ট্রেশন নম্বরের নেই কেন জানতে চাইলে তিনি বলেন, রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা হয়েছে। তবে এখনো সেটি পাওয়া যায়নি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ