আওয়ার ইসলাম ডেস্ক: আগামী জানুয়ারিতে শুরু হওয়া নতুন বছরে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাসের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা এই মুহূর্তে স্থগিত আছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। দক্ষিণ আফ্রিকায় সর্বপ্রথম শনাক্ত হওয়া বিশ্বব্যাপী আতঙ্ক ছড়ানো করোনা ভাইরাসের নতুন ধরন অমিক্রনের কথা বিবেচনায় রেখে এ ধরনের পরিকল্পনা চলছে বলে জানান শিক্ষামন্ত্রী।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
এসময় শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, যখন অবস্থা ভালো ছিল, অমিক্রনের কথা শোনা যায়নি, তখন নতুন বছরে ক্লাসের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নেয়া হয়েছিল। এই মুহূর্তে সেই পরিকল্পনা স্থগিত আছে। অবস্থা কোন দিকে যায়, সেটি দেখতে হবে।
শিক্ষামন্ত্রী আরো বলেন, তারা গত দেড় বছরে এ বিষয়ে কারিগরি পরামর্শক কমিটির পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছেন। কারণ, বিজ্ঞানের বাইরে গিয়ে কিছু করার সুযোগ নেই। কাজেই তাদের পরামর্শে এ বিষয়ে ভাবতে হবে, পরিকল্পনা নিতে হবে। কী করা যায়, সে রকম করেই চিন্তা করা হচ্ছে।
সেই সঙ্গে পরীক্ষা সংক্রান্ত কেউ কোনো গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। পরীক্ষা কেন্দ্রের বাইরে অভিভাবকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সংক্রমণ ঝুঁকি এড়াতে ভিড় না করারও আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
ওমিক্রনের কারণে আবারো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হতে পারে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দীপু মনি জানান, আমরা প্রার্থনা করি, আশা করি, শিক্ষাপ্রতিষ্ঠান আবারো বন্ধ করে দিতে হয় এমন পরিস্থিতি যেন না হয়। কিন্তু পরিস্থিতির কারণে যদি প্রয়োজন হয়, তাহলে অবশ্য, অবশ্যই শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য যেকোনো সিদ্ধান্ত নেয়া হবে।
সারাদেশে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে নেয়া হচ্ছে এবারের পরীক্ষা।
নির্ধারিত সময়ের ৮ মাস পর শুরু হল এইচএসসি ও সমমানের পরীক্ষা। এদিন সকাল সাড়ে ৯ টায় সারিবদ্ধভাবে শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করে। করোনা সতর্কতায় তাপমাত্রা পরিমাপ করা হয় তাদের।
এবারের পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে গ্রুপভিত্তিক তিনটি বিষয়ের ওপর হচ্ছে। বাকি বিষয়ের মূল্যায়ন হবে এসএসসি এবং জেএসসি পরীক্ষার নম্বরের উপর ভিত্তি করে।
এদিকে পরীক্ষার্থীরা জানিয়েছেন পরীক্ষার প্রশ্ন তুলনামূলক সহজ হয়েছে। পরীক্ষা ভালো হওয়ায় তাই অনেকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। চলতি এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ হবে আগামী ২৯ ডিসেম্বর। এর প্রায় এক মাস পর ফল প্রকাশ করা হবে।
-gcdt