বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭

শিরোনাম :
রমজান ও নির্বাচন সামনে রেখে এলপিজি সরবরাহ নিশ্চিতের নির্দেশ অর্ধশতাধিক আসনে খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহার হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান তারেক রহমানের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই : তারেক রহমান রমজানে একজন দক্ষ দাঈ হিসেবে গড়ে তোলার আয়োজন আস-সুন্নাহর ২৯ আসনে খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সিলেট-৩: মুসলেহ উদ্দীন রাজুকে সমর্থন জানিয়ে সরে গেলেন তিন প্রার্থী যে কারণে একের পর এক খুন করেন সম্রাট

দেশে বর্তমানে ২৪ লাখ ২৯ হাজার ৮৫৮ জন প্রতিবন্ধী শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সারাদেশে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ২৪ লাখ ২৯ হাজার ৮৫৮ জন প্রতিবন্ধী ব্যক্তি শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ৬১ শতাংশ পুরুষ, নারী ৩৮ শতাংশ এবং তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর হার ১ শতাংশ।

সমাজসেবা অধিদপ্তরের প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ কর্মসূচির আওতায় দেশের প্রতিবন্ধীপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে কুমিল্লা জেলা। সেখানে প্রতিবন্ধীর সংখ্যা ৪.০৯ শতাংশ। অন্যদিকে প্রতিবন্ধীর সংখ্যা সবচেয়ে কম বান্দরবান জেলায় শূন্য দশমিক ২৪ শতাংশ।

জরিপ পর্যালোচনায় দেখা গেছে, বান্দরবানের পাশাপাশি পার্বত্য অপর দুই জেলা রাঙামাটি ও খাগড়াছড়ি এবং মুন্সীগঞ্জ ও মেহেরপুরেও প্রতিবন্ধিতার হার কম। এই পাঁচ জেলায় গড়ে প্রতিবন্ধিতার হার শূন্য দশমিক ৫০ শতাংশের কম।

এদিকে বিভাগ হিসেবে রাজধানী ঢাকা এবারও প্রতিবন্ধিতার শীর্ষে অবস্থান করছে। তবে বিভাগীয় পর্যায়ে সর্বনিম্ন প্রতিবন্ধীপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে সিলেট বিভাগ।

প্রতিবন্ধিতার ১২টি ক্যাটাগরির মধ্যে সর্বোচ্চ শারীরিক প্রতিবন্ধী। প্রায় অর্ধেক মানুষ শারীরিক প্রতিবন্ধিতার শিকার। আর সর্বনিম্ন ডাউন সিনড্রোম প্রতিবন্ধী। মোট জনগোষ্ঠীর এক শতাংশের কিছু বেশি প্রতিবন্ধিতার শিকার বলে জরিপে উঠে এসেছে।

এ অবস্থায় আজ শুক্রবার পালিত হচ্ছে ৩০তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য বিষয় 'কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ন প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহণ'। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ