বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭

শিরোনাম :
রমজান ও নির্বাচন সামনে রেখে এলপিজি সরবরাহ নিশ্চিতের নির্দেশ অর্ধশতাধিক আসনে খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহার হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান তারেক রহমানের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই : তারেক রহমান রমজানে একজন দক্ষ দাঈ হিসেবে গড়ে তোলার আয়োজন আস-সুন্নাহর ২৯ আসনে খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সিলেট-৩: মুসলেহ উদ্দীন রাজুকে সমর্থন জানিয়ে সরে গেলেন তিন প্রার্থী যে কারণে একের পর এক খুন করেন সম্রাট

বিশ্ববাজারে তেলের দাম কমেছে, দেশে এখনও কমানো হয়নি কেন? জবাব চাই: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, বিশ্ববাজারে তেলের দাম অনেক কমেছে, বাংলাদেশে এখনও কমানো হয়নি কেন? তার জবাব জনগণেল কাছে দিতে হবে। তিনি বলেন, তেলের দাম যখন বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়, আমরা কঠোরভাবে তার প্রতিবাদ করেছি। এখন বিশ্ববাজারে তেলের দাম কমেছে, এখন সরকার কী করবে? অবিলম্বে তেলের দাম কমিয়ে দিয়ে বাজার নিয়ন্ত্রণ করুন, সাধারণ জনগণকে বিপাকে ফেলে সরকার জনগণের পকেট কাটছে। এটা বর্তমান সরকারেরর দ্বারাই সম্ভব।

আজ শনিবার সকালে পুরানা পল্টনস্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ-এর মজলিসে আমেলার সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেক্রেটারি আলহাজ্ব আব্দুল আউয়াল মজুমদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, জয়েন্ট সেক্রেটারী ডা. শহিদুল ইসলাম, নুরুজ্জামান সরকার, শেখ মুহাম্মদ সাইফুল ইসলাম, মাওলানা জিয়াউল আশর, আলহাজ্ব নজরুল ইসলাম খোকন, মাওলানা নজরুল ইসলাম, মুফতী আব্দুল আহাদ, মোঃ ফজলুল হক মৃধা, মাওলানা কামাল হোসাইন, শেখ মো আবু তাহের প্রমুখ।

মাওলানা ইমতিয়াজ আলম বলেন, সারাদেশে ভাড়া নৈরাজ্য চলছে। অপরদিকে দেশের ছাত্র সমাজ তাদের দাবি দাওয়া নিয়ে রাজপথে নেমে এসেছে। সরকার ছাত্রদেরকে শান্তনা না দিয়ে উল্টো ছাত্রদের শাসিয়ে বলেছেন, ছাত্ররা রাস্তায় কেন? এটা প্রধানমন্ত্রী সূলভ আচরণ নয়। তিনি বলেন, রাতের আধারে জনগণের ভোট ডাকাতি করে ক্ষমতায় আসার কারণেই এধরণের বক্তব্য দিতে পারছেন প্রধানমন্ত্রী। তিনি সরকারকে স্বৈরাচারি মনোভাব পরিহার করে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ