আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (৪ ডিসেম্বর) সকাল থেকে রোববার (৫ ডিসেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১০,৪১২ পিস ইয়াবা, ৩'শ মিলি দেশি মদ, ৪ বোতল ফেন্সিডিল, ২২৮ গ্রাম ১৫০ পুরিয়া হেরোইন ও ২৩ কেজি ১৭৫ গ্রাম ২৫০ পুরিয়া গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয় বলে জানায় ডিএমপি।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৯ টি মামলা রুজু হয়েছে বলে জানায় ডিএমপি।
-এএ