বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭

শিরোনাম :
রমজান ও নির্বাচন সামনে রেখে এলপিজি সরবরাহ নিশ্চিতের নির্দেশ অর্ধশতাধিক আসনে খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহার হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান তারেক রহমানের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই : তারেক রহমান রমজানে একজন দক্ষ দাঈ হিসেবে গড়ে তোলার আয়োজন আস-সুন্নাহর ২৯ আসনে খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সিলেট-৩: মুসলেহ উদ্দীন রাজুকে সমর্থন জানিয়ে সরে গেলেন তিন প্রার্থী যে কারণে একের পর এক খুন করেন সম্রাট

দেশে করোনায় মৃত্যু কমলেও শনাক্ত বেড়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত ২৪ ঘন্টায় করোনায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। যা গত দু'দিনের তুলনায় কম। তবে, গেল দুই দিনের চেয়ে বেড়েছে করোনা শনাক্তের হার।

গেল ২৪ ঘন্টায় নতুন ৪ জনসহ দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৫ জনে। এছাড়া ৮৪৮ টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ ১৯ হাজার ২৩৭ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও ২৭৭ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ১৫ লাখ ৭৭ হাজার ৭২০ জনে দাঁড়াল। দেশে গেল ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার এক দশমিক ৪৪ শতাংশ। সোমবার করোনা সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আজ সোমবার করোনা বিজ্ঞপ্তিতে পাঠানো গত দু'দিনের তথ্যানুযায়ী, রবিবার নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ছিলো এক দশমিক ০৩ শতাংশ। আর শনিবার করোনা শনাক্তের হার ছিল এক দশমিক ০৭ শতাংশ। সে হিসাব অনুযায়ী শনাক্তের হার বৃদ্ধি পেয়েছে। আর এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় দেশে করোনা শনাক্তের হার ১৪ দশমিক ৩৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে আরও জানানো হয়, এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ১০ লাখ ৮৪৩টি। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ৩২৬ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪২ হাজার ৬০০ জন। শনাক্ত বিবেচনায় দেশে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় দেশে মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।

৫ ডিসেম্বর সকাল ৮টা থেকে ৬ই ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় মৃত্যু হওয়া ৪ জনের মধ্যে দু'জন নারী এবং দু'জন পুরুষ।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দেশে করোনা শনাক্তের ৪৮তম সপ্তাহে অর্থাৎ ২৯শে নভেম্বর থেকে ৫ই ডিসেম্বর পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ জন ভ্যাকসিন নিয়েছিলেন। আর এই পাঁচজনের মধ্যে ২ জন একডোজ ভ্যাকসিন নিয়েছিলেন আর বাকী তিনজন দুই ডোজই ভ্যাকসিন নিয়েছিলেন। এছাড়া বাকী ১৮ জন ভ্যাকসিন নেননি। এর আগে, গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী ১৯ হাজার ১৩২ জনের নমুনা পরীক্ষায় ১৯৭ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া আরও ৬ জনের মৃত্যুর খবর জানানো হয়।

অন্যদিকে, বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ কোটি ৬২ লাখ ১৫ হাজার ৪১১ জন। আর মৃত্যু হয়েছে ৫২ লাখ ৭৩ হাজার ৩১০ জনের। এছাড়া বিশ্বব্যাপী করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়া মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ কোটি ৯৮ লাখ ৬৪ হাজার ৪৯২ জনে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে করোনার সংক্রমণ শুরু হলেও বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ই মার্চ। আর প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয় ১৮ই মার্চ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ