স্পেশাল করেসপন্ডেন্ট>
রাজধানীর উত্তরায় অবস্থিত জামিয়া আরাবিয়া বাইতুস সালামের (বাইতুস সালাম মাদরাসা) ভারপ্রাপ্ত মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মুফতি মানসুর আহমাদ।
গত ১৯ নভেম্বর প্রতিষ্ঠানটির নির্বাহী কমিটির এক বৈঠকে বিষয়টি সিদ্ধান্ত হয় এবং ৩০ নভেম্বর অপরাহ্ন থেকে তিনি দায়িত্ব পালন শুরু করেন।
বাইতুস সালাম মাদরাসার একজন শিক্ষক আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, প্রতিষ্ঠানটির নিয়মিত মুহতামিম মাওলানা আহমাদুল হক ব্যক্তিগত বিশেষ কারণে ইস্তফা প্রদানের পর পরামর্শক্রমে মুফতি মানসুর আহমাদকে নিয়মমাফিক ভারপ্রাপ্ত মুহতামিমের দায়িত্ব অর্পন করা হয়।
তিনি বিগত তিন বছর যাবত মাদরাসাটির নাজেমে তালীমাত (শিক্ষা-সচিব)-এর দায়িত্ব পালন করে আসছিলেন।
কিশোরগঞ্জের আলেমেদীন মুফতি মানসুর আহমাদ ২০১২ সালে সিনিয়র শিক্ষক হিসেবে বাইতুস সালামে যোগদান করেন। এর আগে তিনি কুমিল্লার ঐতিহাসিক বরুড়া মাদরাসায় সাত বছর এবং টঙ্গী দারুল উলুম মাদরাসায় এক বছর শিক্ষকতা করেন।
-এএ