বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭

শিরোনাম :
রমজান ও নির্বাচন সামনে রেখে এলপিজি সরবরাহ নিশ্চিতের নির্দেশ অর্ধশতাধিক আসনে খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহার হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান তারেক রহমানের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই : তারেক রহমান রমজানে একজন দক্ষ দাঈ হিসেবে গড়ে তোলার আয়োজন আস-সুন্নাহর ২৯ আসনে খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সিলেট-৩: মুসলেহ উদ্দীন রাজুকে সমর্থন জানিয়ে সরে গেলেন তিন প্রার্থী যে কারণে একের পর এক খুন করেন সম্রাট

আড়াইহাজারে গ্যাস লিকেজ থেকে আগুন: ১ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বাসায় গ্যাস সিলিন্ডার পাইপ লিকেজে থেকে আগুনে দগ্ধ সোলাইমান (৪২) রাজধানির শেখ হাসিনা জাতীয় বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে দশটায় তার মৃত্যু হয়। নিহত সোলাইমান এলাকায় মেয়েদের ওড়নার ব্যবসা করতেন বলে তার চাচাতো ভাই ইউনুস জানিয়েছেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বার্ণ ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাঃ এসএম আইউব হোসেন জানান, আগুনের ঘটনায় নিহত সোলাইমানের দগ্ধ স্ত্রী ও দুই শিশু সন্তানের অবস্থা বর্তমানে ভালোর দিকে। তাদের চিকিৎসা অব্যাহত রয়েছে।

এর আগে সোমবার (৬ ডিসেম্বর) ভোরে জেলার আড়াইহাজার উপজেলার ধুপতারা ইউনিয়নের কুমারপাড়া গ্রামের সোলাইমানের নিজেদের এক তলা বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় আগুনে দগ্ধ হ্ন- সোলাইমান (৪২), তার স্ত্রী রীমা আক্তার (৩১), তাদের দুই সন্তান মাহিদ (১৩) ও আরশ (৩)।

আগুনের খবর পেয়ে স্থানীয়রা এসে আগুন নেভানোসহ দগ্ধদের উদ্ধার করে রাজধানির শেখ হাসিনা জাতীয় বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে ভর্তি করান।

নিহত সোলাইমানের চাচাতো ভাই ইউনুস আরো জানান, তাদের একতলা বাড়িতে রান্নার জন্য এল পি গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়। কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি।

তবে তিনি ধারণা করছেন, কোনোভাবে পাইপ লিকাজ হয়ে নির্গত গ্যাস ঘরে জমে থাকে। পরে রান্নার জন্য চুলায় আগুন ধরাতে গেলে সেখান থেকেই অগ্নিকান্ড ঘটে থাকতে পারে।

এ ব্যাপারে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান জানান, অই বাড়িতে কিভাবে আগুন লেগেছে তা পুলিশ তদন্ত করে দেখছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ