আওয়ার ইসলাম ডেস্ক:তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে ক্ষমা চাইতে ৪৮ ঘণ্টা সময়ে বেঁধে দিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নেতা ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতনি ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় এই সময় সীমা বেধে দেন তিনি।
তিনি অভিযোগ করে বলেন, নারী বিদ্বেষী ও বিকৃত বক্তব্য দিয়ে তথ্য প্রতিমন্ত্রী তার শপথ ভঙ্গ করেছেন। এছাড়া ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
সুপ্রিম কোর্টে সংবাদ সম্মেলনে রুহুল কুদ্দুস কাজল বলেন, একটি রাজনৈতিক পরিবারের সদস্য হয়েও ব্যারিস্টার জাইমা রহমান কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন। তাকে নিয়ে সরকারের একজন তথ্য প্রতিমন্ত্রী যে লাগামহীন মন্তব্য করেছেন তা শুধুমাত্র নিন্দনীয়ই নয় সর্বদা পরিত্যাজ্য।
সুপ্রিম কোর্ট বার সম্পাদক বলেন, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে ডা. মুরাদ হাসান বিভিন্ন ব্যক্তি বিশেষ করে তার রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে লাগামহীনভাবে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেই চলেছেন। এভাবে মন্ত্রী হিসেবে তিনি তার সাংবিধানিকভাবে তার শপথ ভঙ্গ করেছেন। যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যদি তিনি ৪৮ ঘণ্টার মধ্যে ক্ষমা না চান তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এনটি