আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানী ঢাকার চৌধুরীপাড়াস্থ দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসার দোয়া স্মরণসভা ও ফুযালা সম্মেলনের চূড়ান্ত প্রস্তুতি চলছে।
সম্মেলন উপলক্ষে মাদরাসার নিজস্ব মিলনায়তনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়ে গেল গতকাল বুধবার (৮ ডিসেম্বর)। মাদরাসার প্রায় ত্রিশ বছরের ফুজালাগণ আগামী ১৬ ডিসেম্বর সম্মেলনে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। দাওয়াতের প্রক্রিয়া চলমান আছে এবং সারাদেশের মাদরাসাগুলোতে যোগাযোগ অব্যাহত আছে।
সূত্র বলছে, মাদরাসার ওয়াকেফ ও সাবেক মোতাওয়াল্লী, শাইখুল হাদিস ও মুহাদ্দিসদের জন্য দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হবে। এছাড়া বরেণ্য ব্যক্তিদের স্মরণে প্রবন্ধ পাঠ ও মূল্যায়নধর্মী আলোচনা করা হবে। ফুযালাদের জন্য থাকবে বুজুর্গ আলেমদের বিশেষ নসিহত। ঘোষণা হতে পারে আগামী দিনের গুরুত্বপূর্ণ কর্মসূচি।
এদিকে মাদরাসার মোতাওয়াল্লী জনাব ইমাদুদ্দিন নোমানের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় শুভেচ্ছা বক্তব্য দেন মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা দেলোয়ার হুসাইন রাশেদ, বক্তব্য দেন মাদরাসার মুহতামিম মাওলানা মাহফুজুল হক কাসেমী, নায়েবে মুহতামিম মাওলানা খুরশীদ আলম কাসেমী, মাওলানা হাবিবুল্লাহ প্রমুখ।
ফুযালাদের পক্ষ থেকে কারগুজারী পেশ করেছেন মাওলানা ইউসুফ, মাওলানা হুযাইফা আহমদ ইসহাকী, মাওলানা নুরুল আলম ইসহাকী,মাওলানা আবু বকর সাদী, মাওলানা হুমায়ুন আইয়ুব প্রমুখ।
নাজেমে তা'লীমাত মাওলানা মুসলিম উদ্দিন ও ওস্তাদ মাওলানা এনায়েত করিমের যৌথ উপস্থাপনায় সভা অনুষ্ঠিত হয়।
-কেএল