বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭

শিরোনাম :
রমজান ও নির্বাচন সামনে রেখে এলপিজি সরবরাহ নিশ্চিতের নির্দেশ অর্ধশতাধিক আসনে খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহার হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান তারেক রহমানের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই : তারেক রহমান রমজানে একজন দক্ষ দাঈ হিসেবে গড়ে তোলার আয়োজন আস-সুন্নাহর ২৯ আসনে খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সিলেট-৩: মুসলেহ উদ্দীন রাজুকে সমর্থন জানিয়ে সরে গেলেন তিন প্রার্থী যে কারণে একের পর এক খুন করেন সম্রাট

চলছে চৌধুরীপাড়া শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসার স্মরণসভা ও ফুযালা সম্মেলনের চূড়ান্ত প্রস্তুতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানী ঢাকার চৌধুরীপাড়াস্থ দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসার দোয়া স্মরণসভা ও ফুযালা সম্মেলনের চূড়ান্ত প্রস্তুতি চলছে।

সম্মেলন উপলক্ষে মাদরাসার নিজস্ব মিলনায়তনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়ে গেল গতকাল বুধবার (৮ ডিসেম্বর)। মাদরাসার প্রায় ত্রিশ বছরের ফুজালাগণ আগামী ১৬ ডিসেম্বর সম্মেলনে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।  দাওয়াতের প্রক্রিয়া চলমান আছে এবং সারাদেশের মাদরাসাগুলোতে যোগাযোগ অব্যাহত আছে।

সূত্র বলছে, মাদরাসার ওয়াকেফ ও সাবেক মোতাওয়াল্লী, শাইখুল হাদিস ও মুহাদ্দিসদের জন্য দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হবে। এছাড়া বরেণ্য ব্যক্তিদের স্মরণে প্রবন্ধ পাঠ ও মূল্যায়নধর্মী আলোচনা করা হবে। ফুযালাদের জন্য থাকবে বুজুর্গ আলেমদের বিশেষ নসিহত। ঘোষণা হতে পারে আগামী দিনের গুরুত্বপূর্ণ কর্মসূচি।

এদিকে মাদরাসার মোতাওয়াল্লী জনাব ইমাদুদ্দিন নোমানের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় শুভেচ্ছা বক্তব্য দেন মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা দেলোয়ার হুসাইন রাশেদ, বক্তব্য দেন মাদরাসার মুহতামিম মাওলানা মাহফুজুল হক কাসেমী, নায়েবে মুহতামিম মাওলানা খুরশীদ আলম কাসেমী, মাওলানা হাবিবুল্লাহ প্রমুখ।

ফুযালাদের পক্ষ থেকে কারগুজারী পেশ করেছেন মাওলানা ইউসুফ, মাওলানা হুযাইফা আহমদ ইসহাকী, মাওলানা নুরুল আলম ইসহাকী,মাওলানা আবু বকর সাদী, মাওলানা হুমায়ুন আইয়ুব প্রমুখ।

নাজেমে তা'লীমাত মাওলানা মুসলিম উদ্দিন ও ওস্তাদ মাওলানা এনায়েত করিমের যৌথ উপস্থাপনায় সভা অনুষ্ঠিত হয়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ