বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭

শিরোনাম :
রমজান ও নির্বাচন সামনে রেখে এলপিজি সরবরাহ নিশ্চিতের নির্দেশ অর্ধশতাধিক আসনে খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহার হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান তারেক রহমানের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই : তারেক রহমান রমজানে একজন দক্ষ দাঈ হিসেবে গড়ে তোলার আয়োজন আস-সুন্নাহর ২৯ আসনে খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সিলেট-৩: মুসলেহ উদ্দীন রাজুকে সমর্থন জানিয়ে সরে গেলেন তিন প্রার্থী যে কারণে একের পর এক খুন করেন সম্রাট

‘যত্রতত্র ময়লা-আবর্জনা ফেললে আইনানুগ ব্যবস্থা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেললে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুধবার (৮ ডিসেম্বর) সন্ধ্যার পর রাজধানীর হাতিরঝিলের এমফিথিয়েটারে আয়োজিত ১৬ দিনব্যাপী ‘বিজয়ের ৫০ বছর: লাল সবুজের মহোৎসব’ এর অষ্টম দিনে চট্টগ্রাম এবং রংপুর বিভাগের অঞ্চলভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজধানী ঢাকাকে দখল, দূষণ ও দুষ্ট লোকের কবল থেকে মুক্ত করে সবার বাসযোগ্য একটি সুস্থ, সচল ও আধুনিক নগরীতে রূপান্তরিত করতে হবে। সবার ঢাকা অ্যাপস ব্যবহার করে যে কোনো নাগরিক সড়কবাতি, ময়লা-আবর্জনা, ম্যানহোলের ঢাকনা প্রভৃতি সমস্যা নিয়ে তার অভিযোগ কিংবা মতামত খুব সহজেই ডিএনসিসির নিকট উপস্থাপন করে দ্রুততম সময়ের মধ্যেই সমাধান পেয়ে যাচ্ছেন।

ডিএনসিসি মেয়র বলেন, ‘নিজেদের সুস্থতার জন্যই লজ্জা পরিহার করে সবাই মিলে ‘১০টায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ এ স্লোগানটিকে বাস্তবায়নের মাধ্যমে চলমান সামাজিক আন্দোলনকে সফল করতে হবে। এ জন্য সবাইকে এগিয়ে আসতে, সবাই নিজ নিজ জায়গা থেকে সোচ্চার হলে একটি পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা সম্ভব।’

তিনি বলেন, ‘এক সময়ের তথাকথিত তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ‌ই এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। তাইতো লোকমুখে শোনা যায়, যত দিন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ।’

মেয়র বলেন, সবার ‘ঢাকা অ্যাপস’ ব্যবহার করে যে কোনো নাগরিক সড়কবাতি, ময়লা-আবর্জনা, ম্যানহোলের ঢাকনা প্রভৃতি সমস্যা নিয়ে তার অভিযোগ কিংবা মতামত খুব সহজেই ডিএনসিসির কাছে উপস্থাপন করে দ্রুততম সময়ের মধ্যেই সমাধান পেয়ে যান।

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে উল্লেখ করে তিনি বলেন, এক সময়ের তথাকথিত তলাবিহীন ঝুড়ির বাংলাদেশই এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। তাইতো লোকমুখে শোনা যায়, যতদিন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ