বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭

শিরোনাম :
রমজান ও নির্বাচন সামনে রেখে এলপিজি সরবরাহ নিশ্চিতের নির্দেশ অর্ধশতাধিক আসনে খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহার হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান তারেক রহমানের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই : তারেক রহমান রমজানে একজন দক্ষ দাঈ হিসেবে গড়ে তোলার আয়োজন আস-সুন্নাহর ২৯ আসনে খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সিলেট-৩: মুসলেহ উদ্দীন রাজুকে সমর্থন জানিয়ে সরে গেলেন তিন প্রার্থী যে কারণে একের পর এক খুন করেন সম্রাট

সাভারে জলাবদ্ধতা নিরসন করল মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: সাভারের যাদুরচর মাদরাসা রোডের জলাবদ্ধতা নিরসন ও সড়ক সংস্কারে স্বেচ্ছাশ্রম দিয়েছে সাভারের জামিয়া সিদ্দীকিয়া যাদুরচর মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা।

বুধবার (৮ ডিসেম্বর) সকাল এগারোটা থেকে স্বেচ্ছাশ্রমে নামে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা।

মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি আব্দুল্লাহ ফিরোজী আওয়ার ইসলামকে জানান, যাদুরচর মাদরাসা রোডে পুরুষ মাদরাসা, মহিলা মাদরাসা ও স্কুল রয়েছে। মাদরাসা ও স্কুলে পড়ালেখা করে প্রায় ২হাজার শিক্ষার্থী। কিন্তু এই রোডে পানি নিষ্কাশনের জন্য ড্রেন নেই। যার কারণে হালকা বৃষ্টি হলেই রাস্তায় হাটু পরিমান পানি জমে যায়। পানি জমার কারণে এলাকাবাসীসহ শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়ে।

May be an image of 9 people, people standing and body of water

তিনি আরও জানান, গত কয়েকদিনের বৃষ্টিতে মাদরাসা রোডে পানি জমে যায়। নাপাক পানির কারণে মাদরাসা শিক্ষার্থী ও মুসল্লিদের সমস্যার কথা চিন্তা করে জামিয়া সিদ্দীকিয়া যাদুরচর মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা স্বেচ্ছাশ্রমে নামে। প্রথমে মটর দিয়ে পানি সড়ানো হয়। পরে বালতি, মগ দিয়ে পানি সড়ানো হয়। পরে রাস্তার বিভিন্ন গর্তে বালু দেয়া হয়।

‘জামিয়া সিদ্দীকিয়া যাদুরচর মাদরাসার মুহতামিম মাওলানা আলী আকবর কাসেমীর সার্বিক দিক-নির্দেশনায় এ জলাবদ্ধতা নিরসন ও সড়ক সংস্কার করা হয়।’

May be an image of 5 people, people standing, people walking and body of water

মুফতি আব্দুল্লাহ ফিরোজী জানান, এই রাস্তা সংস্কারের জন্য আমরা ইউনিয়ন পরিষদে আবেদন জানিয়েছি। কিন্তু এই রোড সংস্কার হয়নি। পানি নিষ্কাশনের ড্রেন ও রাস্তা সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ