রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ বৈশাখ ১৪৩২ ।। ২৯ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
জমিয়তের নবনির্বাচিত সভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুকের বর্ণাঢ্য জীবন হজের ফ্লাইট শুরু মঙ্গলবার কাশ্মীরে ভারতীয় বাহিনীর তল্লাশি অভিযান আরও জোরদার; পাহালগামে অভিযানের পঞ্চম দিন জামিয়া শরইয়্যাহ মালিবাগের শায়খুল হাদীস মাওলানা জাফর আহমদ সাহেব রোড এক্সিডেন্ট করেছেন। আল্লামা আমিনুল হক রহ.: জীবনরেখা ও কর্মধারা ফ্যাসিবাদের বিচারকদেরও বিচার হতে হবে: রিজভী ৩ মের মহাসমাবেশ সফল করুন : হেফাজতে ইসলাম ফিলিস্তিন ও কাশ্মীর ইস্যুতে উম্মাহর  ঐক্য জরুরি: নেজাম ইসলাম পার্টি নবনির্বাচিত আমির ও মহাসচিবকে অভিনন্দন জানালো ছাত্র আন্দোলন বিশ্ব মেধা সম্পদ দিবস: মেধার হোক সঠিক ব্যবহার

‘আল্লামা মুফতী আমিনী রহ. ছিলেন আলোর মিনার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লালবাগে ইসলামী ঐক্যজোটের উদ্যোগে আল্লামা মুফতী ফজলুল হক আমিনী রহ. স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২১ ডিসেম্বর) বাদ আসর লালবাগস্থ কার্যালয় মিলনায়তনে সভা ও মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী।

প্রধান আলোচক ছিলেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মুফতি তৈয়্যব হোসাইন, মাওলানা আবুল কাশেম, মাওলানা আব্দুল কাইয়্যুম, মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা জিয়াউল হক মজুমদার, মাওলানা এমদাদুল্লাহ, মাওলানা ফারুক আহমদ।

মাওলানা কাজী আজিজুল হক, মাওলানা জুবায়ের বখশি, মাওলানা মাকসুদুর রহমান, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা শামসুদ্দিন ক্বাসেমী, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা ত্বহা, মাওলানা জুবায়ের বিন কুদ্দুস, মাওলানা হাবিবুর রহমান, হাফেজ কবির আহমদ প্রমুখ।

সভায় ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী বলেন, মুফতী আমিনী রহ. ছিলেন একাধারে রাজনীতিক, ইসলামী চিন্তাবিদ, লেখক, ইসলামী আইনজ্ঞ ও সুবক্তা। যার বক্তব্যের প্রতিটি কথাই ছিল ইসলামী চেতনা থেকে উৎসারিত। আর এই উৎসারণটি ঘটতো সঠিক সময়ে, দ্বিধাহীন চিত্তে এবং দুরন্ত সাহসিকতায়।

তিনি এদেশে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা ও কুরআনের জন্য জীবনের শেষ নি:শ্বাস পর্যন্ত সংগ্রাম করে গেছেন। সংগ্রাম ও সাহসের ময়দানে অবিচলতার পাহাড় ছিলেন তিনি। তাই তার অবিসংবাদিত নেতৃত্বে এদেশে বহু ঈমানি আন্দোলন সফল হয়েছে।

হাসানাত আমিনী আরো বলেন, মুফতী আমিনী রহ. ছিলেন শেষ রাতে জিকির মুখে প্রভুর দুয়ারের ভিখারি আর দিনে রাজপথে আন্দোলনে নেতৃত্বদানকারী অকুতোভয় বীর সিপাহসালার।

ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ্ বলেন, মুফতী আমিনী রহ. ছিলেন আলোর মিনার, ইখলাস ও নিষ্ঠায় ছিলেন অনন্যা, সত্য প্রকাশে তিনি কোন রক্তচক্ষুকে ভয় করতেন না। তার মেধা-মনন ছিল শাণিত। মস্তিষ্ক ছিল ক্ষুরধার। ইসলামী চিন্তার স্বচ্ছতা, যুক্তির দীপ্তি তার ব্যক্তিত্বকে সব সময়ই আলোকিত করে রাখতো। আজ এমন একজন আলোকিত নেতার অভাব মুসলিম জাতি হারে হারে অনুভব করছে।

তিনি বলেন, খানকা, হাদিসের মসনদ, রাজনীতির ময়দান সবখানেই ছিল মুফতী আমিনী রহ.-এর সরব পদচারণা। তিনিই আমাদের রাহবার, চেতনার বাতিঘর, আমাদের আঁকাবির, আমাদের অনুপ্রেরনা। তার আদর্শের পথে থেকেই আমাদের রাজনীতি করতে হবে।

অন্যান্য বক্তারা বলেন, মুফতী আমিনী রহ.-এর রাজনৈতিক জীবন ছিল সমৃদ্ধ। তার বলিষ্ঠ কণ্ঠস্বর সবাইকে আপ্লুত করে রাখতো। ইসলাম ও দেশের স্বার্থ বিরোধী যেকোন কর্মকান্ডের বিরুদ্ধে সর্বদা সোচ্চার ভুমিকা পালন করতেন। তার আপোষহীন বক্তব্যে বাতিলের অন্তরাত্মা থরথর করে কেঁপে উঠতো।

আলোচনা শেষে আল্লামা মুফতী আমিনী রহ.-এর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ