রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ বৈশাখ ১৪৩২ ।। ২৯ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
জমিয়তের নবনির্বাচিত সভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুকের বর্ণাঢ্য জীবন হজের ফ্লাইট শুরু মঙ্গলবার কাশ্মীরে ভারতীয় বাহিনীর তল্লাশি অভিযান আরও জোরদার; পাহালগামে অভিযানের পঞ্চম দিন জামিয়া শরইয়্যাহ মালিবাগের শায়খুল হাদীস মাওলানা জাফর আহমদ সাহেব রোড এক্সিডেন্ট করেছেন। আল্লামা আমিনুল হক রহ.: জীবনরেখা ও কর্মধারা ফ্যাসিবাদের বিচারকদেরও বিচার হতে হবে: রিজভী ৩ মের মহাসমাবেশ সফল করুন : হেফাজতে ইসলাম ফিলিস্তিন ও কাশ্মীর ইস্যুতে উম্মাহর  ঐক্য জরুরি: নেজাম ইসলাম পার্টি নবনির্বাচিত আমির ও মহাসচিবকে অভিনন্দন জানালো ছাত্র আন্দোলন বিশ্ব মেধা সম্পদ দিবস: মেধার হোক সঠিক ব্যবহার

জমিয়তে উলামায়ে ইসলামের জাতীয় কাউন্সিল আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ আফফান: দেশের সবচেয়ে প্রাচীন ইসলামি দল জমিয়তে উলামায়ে ইসলামের (একাংশ) জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে কাউন্সিলটি অনুষ্ঠিত হবে।

জমিয়তে উলামায়ে ইসলামের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী আওয়ার ইসলামকে জানিয়েছেন, সাংবিধানিকভাবে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কথা। কাউন্সিল অনুমোদন দিলে, গুরুত্বপূর্ণ পদ পূরণ করে বাকি পদগুলো পরবর্তি কার্যনিবাহী সভায় পূরণ করা যেতে পারে। সেটা কাউন্সিলরদের অনুমোদন সাপেক্ষে হতেও পারে। তবে নিয়ম হচ্ছে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা।

নতুন নেতৃত্ব বিষয়ে মাওলানা আফেন্দী বলেন, কাউন্সিলের আগে নীতিগতভাবে কিছুই বলা যাচ্ছে না। কাউন্সিল হওয়ার আগে কারো মন্তব্য করার সুযোগ আছে বলে আমি মনে করি না। এটা সম্পূর্ণ কাউন্সিলরদের এখতিয়ারি (ঐচ্ছিক) বিষয়। তাদের মতামত এখানে প্রাধান্য পেয়ে থাকে, গুরুত্ব বহন করে। সেই ফোরামে সাংবিধানিক ভাবে যেটি হয় সেটিই চূড়ান্ত।

তিনি আরও বলেন, আমরা আশা করছি সবাই কাউন্সিলে থাকবেন। কারো কোন শারীরীক সমস্যা, কারাবন্দি থাকা বা অন্য কোন জটিল কোন সমস্যা থাকার কারণে ২-৪ জন যদি না আসে সেটা সমস্যা মনে করছি না। তবে আমরা আশা করছি সবাই উপস্থিত থাকবে।

কাউন্সিলের প্রস্তুতি বিষয়ে দলটির প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন আওয়ার ইসলামকে জানিয়েছেন, জাতীয় কাউন্সিলের প্রস্তুতি শতভাগ সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ।  ৯০ ভাগ কাউন্সিলর উপস্থিত হবে।

জাতীয় কাউন্সিলকে ঘিরে সারা দেশের নেতা-কর্মীদের মাঝে বেশ উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে বলে জানিয়েছেন কাউন্সিল বাস্তবায়ন কমিটি।


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ