শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
‘আন্তঃধর্মীয় সম্প্রীতি ব্যতিত জুলাই গণঅভ্যুত্থানের সংহতি বজায় রাখা সম্ভব নয়’ গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি গ্রেপ্তার এবার যে ২০ ভাষায় অনুবাদ করা হবে হজের খুতবা সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরের পক্ষেই জামায়াত স্বামীর টাকায় হজ করলে ফরজ আদায় হবে? ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ৩০ ফিলিস্তিনি, নেই উদ্ধারের প্রয়োজনীয় যন্ত্রপাতি পেহেলগামে হামলার স্বচ্ছ তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত: শাহবাজ শরীফ জমিয়তের সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি খেলাফত আন্দোলনের নতুন মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলাদেশসহ ৩ দেশ থেকে ভারতের নাগরিকত্ব পেয়েছেন ৩১১৭ অমুসলিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে গত চার বছরে ৮ হাজার ২৪৪ জন অ-মুসলিম ভারতে নাগরিকত্বের আবেদন করেছেন। এদের মধ্যে ৩ হাজার ১১৭ জন নাগরিকত্ব পেয়েছেন।

দেশটির গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বুধবার দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির এমপি কেশব রাওয়ের প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন।

রাজ্যসভায় শীতকালীন অধিবেশনের শেষ দিনে লিখিত বক্তব্যে নিত্যানন্দ রায় বলেন, ২০১৮, ২০১৯, ২০২০ এবং ২০২১ সালে তিন দেশ থেকে ৮ হাজার ২৪৪ জন হিন্দু, শিখ, জৈন ও খ্রিষ্টান ভারতে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন।

আরেক এমপি আব্দুল ওয়াহাবের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিষ্পত্তির অপেক্ষায় থাকা নাগরিকত্বের আবেদনের একটি সংখ্যাও জানিয়েছেন। তিনি জানান, এ বছরের ১৪ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে ১৬১ জন, আফগানিস্তান থেকে ১১৫২ জন, শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্র থেকে ২২৩ জন, নেপাল থেকে ১৮৯ জন ও রাষ্ট্রহীন ৪২৮ জনের আবেদন নিষ্পত্তির অপেক্ষায় ছিল।

চীন থেকেও ১০ জন ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করেছেন বলে জানান তিনি।

এনটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ