মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৯ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় নতুন প্রস্তাব আসছে : আলী রীয়াজ নবীজিকে নিয়ে কটূক্তি, সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ স্বায়ত্তশাসন পুনঃপ্রতিষ্ঠার দাবিতে পরমাণু শক্তি কমিশনের সংবাদ সম্মেলন AAOIFI ও CSBIB এর প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত ওয়াকফ বিল বাতিলের দাবিতে খেলাফতের গণমিছিল কাল দুই কলেজ শিক্ষার্থীদের মারামারি, আহত ৭ জন ঢামেকে নৈতিক শিক্ষা এখন কেবল মাদরাসায় পাওয়া যায় : ধর্ম উপদেষ্টা মাদ্রাসা ব্যবস্থাপনায় স্বেচ্ছাচারিতা: শিক্ষকের সম্মান কোথায়? ফিলিস্তিন ও রোহিঙ্গা ইস্যু বিশ্ব যেন উপেক্ষা না করে : প্রধান উপদেষ্টা মসজিদ নির্মাণে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান ফখরুলের

ইউপি নির্বাচন: প্রায় ২ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী মাদরাসার মুহতামিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

পড়াশোনা করেছেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া পটিয়া থেকে। সুনামের সাথেই পার করেছেন ছাত্র জীবনের প্রত্যেক ধাপ। জ্ঞানের আলো ছড়িয়ে দিতে বর্তমানে মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছেন নিজ এলাকার একটি কওমি মাদরাসায়। শিক্ষকতার পাশাপাশি জনসম্পৃক্ততা ও মানব সেবায় নিজেকে নিয়োজিত করতে দাঁড়িয়ে ছিলেন ইউপি নির্বাচনে। পেয়েছেন ব্যাপক জনসমর্থনও। বলছি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা  ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী মাওলানা হেলাল উদ্দিনের কথা।

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে নিজ এলাকার মানুষের ব্যাপক সমর্থন পেয়ে প্রায় দুই হাজারের কাছাকাছি ভোটের ব্যবধানে জিতেছে কওমি মাদ্রাসার মুহতামিম এই আলেম।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাওলানা হেলাল উদ্দিন আনারস প্রতীকে পেয়েছেন ৫২৩৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাংবাদিক সাদাত উল্লাহ মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩৪৭৪ ভোট ও নৌকা প্রতীকে মাস্টার শফিকুর রহমান পেয়েছেন ৩৩৩৮ ভোট।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের একটিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এই আলেম ছাড়া বাকি পাঁচটিতেই নৌকা প্রার্থীরা জয়ী হয়েছেন।

আরো পড়ুন: ৪র্থ ধাপের ইউপি নির্বাচন: বরিশালে ইসলামী আন্দোলন প্রার্থীর জয়

এর মধ্যে কলাউজান ইউনিয়নে নৌকার প্রার্থী আবদুল ওয়াহেদ ৮ হাজার ৩৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. এয়াছিন পেয়েছেন ৬২৭০ ভোট।

চুনতি ইউনিয়নে নৌকার প্রার্থী জয়নুল আবেদীন জনু ১২ হাজার ৪৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুর মোহাম্মদ শহীদুল্লাহ পেয়েছেন ৩ হাজার ৪ ভোট।

এছাড়া পদুয়া ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. হারুনুর রশিদ।

এর আগে বড়হাতিয়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিজয় কুমার বড়ুয়া এবং পুটিবিলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর হোসেন মানিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

আরো পড়ুন: ইউপি নির্বাচন: ২ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী সহস্রাধিক আলেমের উস্তাদ

এনটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ