বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
‘শের’ দ্বারা রুমিন ফারহানার অভিযোগের জবাব দিলেন জুনায়েদ আল হাবীব  এক মাস ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র মোমিনের ৮ মাস পালিয়ে থাকা ও দেশ ছাড়া নিয়ে মুখ খুললেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত ২২ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়লে উপসাগরীয় অঞ্চলে বিপর্যয় ঘটতে পারে: কাতার ইরানে সামরিক হামলার পরিকল্পনা নিয়ে রাশিয়ার কড়া সতর্কবার্তা সংবিধান সংস্কারে গণভোট : স্কুল, কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ: মির্জা ফখরুল সুতার মোজার ওপর মাসাহ—শরঈ বিধান কী বলছে? মেধা বিকাশের অনন্য ঠিকানা ‘জামিআ ইসলামিয়া বাইতুল আমান’

নাশকতার মামলায় মাওলানা মামুনুল হকের জামিন নামঞ্জুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ‍ডেস্ক: একটি নাশকতার মামলার চার্জশিটভুক্ত আসামি হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৪ এর বিচারক ফাতিমা ইমরোজ ক্ষণিকা এ আদেশ দেন। একই সঙ্গে মামলায় আগামী ১৩ মার্চ সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন। এদিন মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু কোনো সাক্ষী আদালতে উপস্থিত ছিলেন না।

২০১৫ সালের এ মামলায় মামুনুল হক এজাহার ও চার্জশিটভুক্ত আসামি। মামলায় মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে হাজির করা হয়। আদালত শুনানি শেষে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এরপর মাওলানা মামুনুল হকের পক্ষে আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন। সংশ্লিষ্ট আদালত অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. দেলোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

এদিন দুপুরে মাওলানা মামুনুল হকসহ অন্য আসামিদের আদালতে হাজির করা হয়। আদালত শুনানি শেষে পুলিশের উপস্থিতিতে হাজতখানায় দুই ছেলে, ছোট ভাই ও বড় দুই বোনের সঙ্গে ২০ মিনিটের জন্য সাক্ষাতের অনুমতি দেন।

মামলার এজাহারে মাওলানা মামুনুল হক, বিএনপি নেতা নাঈম চৌধুরী, ইউসুফ মিয়া ও মাহাবুব আলমসহ আরও অজ্ঞাত ৪১ জনের নাম উল্লেখ করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ