শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

আরব বিশ্বের প্রবীণ আলেম ‘শায়খ সালেহ আল-লুহাইদান’ আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: সৌদি আরবের প্রশিদ্ধ আলেম ও উচ্চ উলামা পরিষদের সদস্য শায়খ সালেহ মুহাম্মদ আল-লুহাইদান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খবর আল আরাবিয়া উর্দূ’র।

আজ বুধবার ফজর নামাজের পূর্বে বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।

খবরে জানা যায়, কয়েদিন পূর্বে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

শায়খ সালেহ মুহাম্মদ আল-লুহাইদানের ইন্তেকালের খবর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জানিয়েছে তার পরিবার। পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সৌদি আরবের রাজধানী রিয়াদের আররাজী মসজিদে আজ বুধবার আসরের পর শায়খ সালেহ মুহাম্মদ আল-লুহাইদানের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

শায়খ সালেহ মুহাম্মদ আল-লুহাইদান সৌদি আরবে বিভিন্ন ধরনের কাজ করেছেন। তিনি বেশ কিছু গ্রন্থরচনা করেছেন।

তার মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় গভীর শোক প্রকাশ করেছেন ওলামায়ে কেরাম, স্কলার ও সাধারণ জনগণ। টুইটারে হ্যাসট্যাগ শায়েখ লুহাইদান (صالح _اللحيدان#) ট্রেন্ড ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে।

প্রসঙ্গত, শায়খ সালেহ মুহাম্মদ আল-লুহাইদান ১৩৫০ হিজরিতে তিনি জন্ম গ্রহণ করেন। তিনি ছিলেন সমকালীন আরব বিশ্বের অন্যতম প্রবীণ ও প্রধান আলেম। উচ্চ উলামা পরিষদ প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ পঞ্চাশ বছর তিনি এর সদস্য ছিলেন। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রধান ছিলেন দীর্ঘ বিশ বছরের বেশি সময়। বার্ধক্যজনিত কারণে কিছুদিন আগে সেখান থেকে অবসর নেন।

ফিকহশাস্ত্রে পাণ্ডিত্য, নিজের আমল ও শরিয়তের বিধিনিষেধ পরিপালনে তার অবিচলতার জন্য তিনি বিখ্যাত ছিলেন।

-কেএল


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ