মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


রুশ সাবমেরিনের সঙ্গে ব্রিটিশ যুদ্ধজাহাজের সংঘর্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব্রিটিশ যুদ্ধজাহাজ এইচএমএস নর্থথাম্বারল্যান্ডের সঙ্গে রুশ সাবমেরিনের সংঘর্ষের বিষয়ে জানিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির খবরে বলা হয়, ২০২০ সালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় রুশ সাবমেরিনটিকে অনুসরণ করছিল নর্থথাম্বারল্যান্ড।

বৃহস্পতিবার যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ২০২০ সালের শেষের দিকে রাশিয়ান সাবমেরিনকে অনুসরণ করার সময় সংঘর্ষ হয়। রয়্যাল নেভি যুক্তরাজ্যের নিরাপত্তা নিশ্চিতের জন্য নিয়মিতভাবে বিদেশী জাহাজ ও সাবমেরিনকে অনুসরণ করে।

যুক্তরাজ্যের যুদ্ধ জাহাজের সঙ্গে রুশ সাবমেরিনের সংঘর্ষের ঘটনাটি ধরা পরে একটি টিভি ক্রুয়ের ক্যামেরায়। তারা সমুদ্রের নিরাপত্তা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করছিল।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ