বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :

পুরান ঢাকার কাপ্তান বাজারে আগুন, একজনের মৃতদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর কাপ্তান বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভানোর পর এক তরুণের মৃতদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তার বয়স ২১ বছর।

আজ শনিবার ভোর পৌনে পাঁচটার দিকে পাইকারি বাজারে লাগা এ আগুন ভোর ৬টার দিকে নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে থাকা দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান আজাদ এসব তথ্য নিশ্চিত করে জানান, আগুনে অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে। ঘটনাস্থল থেকে সকাল আটটার দিকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। সেখানে এখন প্রচণ্ড ধোঁয়া রয়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। অভিযান পুরোপুরি শেষ হলে ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যাবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ