শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
‘আন্তঃধর্মীয় সম্প্রীতি ব্যতিত জুলাই গণঅভ্যুত্থানের সংহতি বজায় রাখা সম্ভব নয়’ গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি গ্রেপ্তার এবার যে ২০ ভাষায় অনুবাদ করা হবে হজের খুতবা সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরের পক্ষেই জামায়াত স্বামীর টাকায় হজ করলে ফরজ আদায় হবে? ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ৩০ ফিলিস্তিনি, নেই উদ্ধারের প্রয়োজনীয় যন্ত্রপাতি পেহেলগামে হামলার স্বচ্ছ তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত: শাহবাজ শরীফ জমিয়তের সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি খেলাফত আন্দোলনের নতুন মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

‘ব্যক্তি-সমাজ ও রাষ্ট্রের সর্বত্র আল্লাহর প্রদত্ত বিধান ও নবী সা.-এর অনুসারী না হলে ঈমান বিফলে যাবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঐতিহ্যবাহী চরমোনাইয়ের মাহফিলের নমুনায় চট্টগ্রাম ফলোগ্রান্ড মাঠের মাহফিলের তৃতীয় দিবসের বয়ানে চরমোনাইয়ের নায়েবে আমীর হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ব্যক্তি-সমাজ ও রাষ্ট্রের সর্বত্র আল্লাহ প্রদত্ত বিধান ও নবী করীম সা.-এর তরীকা অনুসরণ না হলে ঈমান বিফলে যাবে।

তিনি বলেন, এমপি-মন্ত্রী হতে আমরা রাজনীতি করি না। আমাদের নেতা ও শায়খ চরমোনাইয়ের মরহুম পীর সাহেব আজীবন রাজনীতি করেছেন কিন্তু মন্ত্রী-এমপি হওয়ার লোভ ও স্বপ্ন তাঁর ছিল না।

আমরা চাই ভবিষ্যত প্রজন্মের জন্য একটি ইসলামী শক্তির ভিত তৈরি করতে। আমাদের শায়খ দুনিয়াতে নেই, আমরাও থাকবো না, কিন্তু উত্তরসূরিদের জন্য নির্ভেজাল ইসলামি জীবনাদর্শভিত্তিক একটি ফ্লাট ফরম রেখে যেতে চাই।

নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেন, মুসলিম বিশ্বের অধঃপতনের প্রধান কারণ মুসলমানের ঈমানের দুর্বলতা। বিজয়ের জন্য পূর্ণ ঈমান, ঈমানের দাবি এবং আল্লাহর রাসূল সা.-এর সুন্নাতের পরিপূর্ণ অনুসারী হতে হবে।

তিনি বলেন, মুসলমান সংখ্যাগরিষ্ট রাষ্ট্রব্যবস্থা থেকে দীনী মূল্যবোধ ও কুরআন-সুন্নাহকে বিদায় করা হয়েছে। আমাদের দুর্ভাগ্য হচ্ছে, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকেও ইসলামের রাজনীতি শিক্ষা থেকে মুক্ত করা হচ্ছে। ধর্ম ও রাজনীতি পৃথক নয়, ওলামায়ে কেরামকে রাজনীতিক অবিচার-অনাচার, দুর্নীতি ও জুলুমের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

মাহফিলে হযরত মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী, আল্লামা মুফতি ইয়াহইয়া মাহমুদ, আল্লামা ফুরকানুল্লাহ খলীল, আল্লামা হাফেজ ইউনুস আহমদ, আল্লামা নুরুল হুদা ফয়েজী, মাওলানা সৈয়দ ইসহাক মুহাম্মদ আবুল খায়র, আল্লামা লোকমান হাকীম, আল্লামা হাফেজ ওবাইদুল্লাহ হামজা, প্রফেসর ড. বেলাল নুর আজীজ, আল্লামা ফরিদ আহমদ আনসারী।

মাওলানা মুহাম্মদ খুবাইব, ড. মুফতি হুমায়ুন কবীর খালবী, খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী (কুয়াকাটা হুজুর), মাওলানা হেদায়েতুল্লাহ আজাদী, মাওলানা মুফতি রেজাউল করীম আবরার, মুফতি রিজওয়ান রফীকী, মাওলানা হাসান মুরাদাবাদী, মাওলানা মুফতী দেলওয়ার হোসাইন সাকী, মাওলানা ‍মুফতি সাঈদ আহমদ, মাওলানা মনসুরুল হক জিহাদী, মাওলানা শেখ আমজাদ হোসাইন, মাওলানা হাবিবুর রহমান আতিকী প্রমুখ ওলামায়ে কেরাম।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ