বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত একবাক্স নীতি বহাল রাখতে আলোচনা চলমান: গাজী আতাউর রহমান

নামাজ পড়তে যাওয়ার পথে ফিলিস্তিনি শিক্ষাবিদকে হত্যা, হামাসের হাতে গ্রেফতার ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় ফিলিস্তিনের একজন শিক্ষবিদকে হত্যার ঘটনায় হামাস এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। হামাস শাসিত স্বরাষ্ট্রমন্ত্রণালয় রোববার এই তথ্য জানিয়েছে।

২০১৮ সালের এপ্রিলে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শিক্ষাবিদ ফাদি আল-বাতশকে গুলি করে হত্যা করে দুই দুর্বৃত্তরা। ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় ঘাতকরা তাকে হত্যা করেন।

৩৫ বছর বয়সী এই ইঞ্জিনিয়ার ও গবেষক ফিলিস্তিনেরস্বাধীনতাকামী সংগঠন হামাসের সদস্য বলে ধারণা করা হয়।

ঘটনার পর আল-বাতশ’র বাবা অভিযোগ করে বলেন, তার ছেলে হত্যার ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদ জড়িত। তবে ইহুদিবাদী ইসরাইলের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী অ্যাভিগডর লিবারম্যান হত্যাকাণ্ডে ইসরাইলের কোনো সম্পৃক্ততা অস্বীকার করেন।

তবে ইসরাইলের গণমাধ্যমে আল-বাতসকে ইঞ্জিনিয়ার এবং ড্রোন বিশেষজ্ঞ হিসেবে উল্লেখ করে তাকে হত্যায় গোয়েন্দা সংস্থা মোসাদ ভূমিকা রেখেছে বলে ইঙ্গিত দেন।

রোববার গাজায় এক সংবাদ সম্মেলনে হামাসের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ইয়াদ আল বুজম বলেন, গ্রেফতারকৃত ব্যক্তি স্বীকার করেছে, মোসাদ তাকে নিয়োগ দিয়েছিল।

বিদেশে অবস্থানরত অসংখ্য ফিলিস্তিনি শিক্ষাবিদসহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞদের ইসরাইল গুপ্তহত্যা করেছে বলে বিশ্বাস করা হয়।

১৯৯৭ সালে ইসরাইলের গোয়েন্দারা হামাসের রাজনৈতিক প্রধান খালেদ মেশালকে জর্ডানে তার গাড়িতে পয়জন স্প্রে’র মাধ্যমে হত্যার চেষ্টা করে ব্যর্থ হন।এছাড়া ২০১০ সালে দুবাইয়ের হোটেলে হামাস অন্যতম শীর্ষ কমান্ডার মোহাম্মদ আল মাবহুকে হত্যা করা হয়। এসব হত্যাকাণ্ডের ঘটনা ইসরাইল কখনো স্বীকার করেনি আবার অস্বীকারও করেনি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ