সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :

জমিয়ত নেতা মাওলানা জহিরুল হক ভূঁইয়ার ইন্তেকালে ইসলামী দলগুলোর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি, জামিয়া হুসাইনিয়া আরজাবাদ মাদরাসার সাবেক সিনিয়র উস্তাদ, সাভারের জামিয়া ইসলামিয়া ভাগ্নি বাড়ি মাদরাসার সাবেক মুহতামিম আলহাজ্ব  মাওলানা জহিরুল হক ভূঁইয়া রহ এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, মাওলানা জহিরুল হক ভূঁইয়া ছিলেন একজন মুক্তিযোদ্ধা, ইসলামী রাজনীতির এক প্রবীন দিকপাল। নিরহংকার এ রাজনীতিবিদের বিদায়ে ইসলামী অঙ্গনে অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে।

তিনি পাকিস্তান আমল থেকেই জমিয়তের রাজনীতির সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত ছিলেন, দলের দুর্দিনে -সুদিনে সকল কর্মসূচিতে ছিলেন অত্যান্ত সরব ও সক্রিয়। বয়সের ভারে নুয়ে পড়ার পরও জমিয়তের কোন প্রোগ্রামে অনুপস্থিত থাকেননি। মিডিয়ার আড়ালে থাকা এ আলেমের ধর্মীয় অঙ্গনে রয়েছে অনেক প্রশংসনীয় কীর্তি। আল্লাহ তাঁকে জান্নাতের উচু মাকাম দান করুন।

শোক প্রকাশ করেন- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সভাপতি আল্লামা শায়খ জিয়া উদ্দীন, সিনিয়র সহ সভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুক, সহ সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন।

ইসলামী ঐক্যজোটের শোক

মাওলানা জহিরুল হক ভূঁইয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী ও মহাসচিব মুফতী ফয়জুল্লাহ।

গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় ঐক্যজোট নেতৃদ্বয় বলেন, মাওলানা জহিরুল হক ভূঁইয়া রহ. ছিলেন একজন একজন বরেণ্য আলেম ও রাজনীতিবিদ। একই সঙ্গে আদর্শ মানুষ গড়ার কারিগর একজন ইসলামী শিক্ষাবিদও। বাংলাদেশে ইসলাম, মুসলমান ও দেশের পক্ষে নাস্তিক-মুরতাদ এবং কাদিয়ানি বিরোধী আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। বর্ষীয়ান এই আলেমের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত।

খেলাফত মজলিসের শোক
মাওলানা জহিরুল হক ভূঁইয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

এক যৌথ শোক বার্তায় নেতৃদ্বয় বলেন, মাওলানা জহিরুল হক ভূঁইয়া একজন প্রবীণ আলেমে দ্বীন ও রাজনীতিবিদ হিসেবে ইসলামী রাজনৈতিক অঙ্গণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

নেতৃদ্বয় মরহুম মাওলানা জহিরুল হক ভূঁইয়ার রুহের মাগফিরাত কামনা করে তাঁর জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ছাত্র জমিয়তের শোক

মাওলানা জহিরুল হক ভূঁইয়ার ইন্তেকালে গভীর শোকপ্রকাশ করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি এখলাসুর রহমান রিয়াদ সংগঠনের পক্ষে এ শোক জানান।

তিনি বলেন, মাওলানা জহিরুল হক ভূঁইয়া রহ. ৭১-এর মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন। জমিয়তের জন্য নিবেদিতপ্রাণ ছিলেন। তিনি ঈমান-আক্বিদা ও ইসলামের নীতি-আদর্শের সুরক্ষা এবং দেশাত্মবোধ ও ইনসাফের পক্ষে এক আপোষহীন নেতা ছিলেন। সত্যনিষ্ঠতায় তিনি কখনোই ভয়-ভীতি, প্রলোভন ও জুলুমের কাছে মাথানত করেননি। ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্রের এই সময়ে তাঁর নেতৃত্ব দেশ ও জাতির জন্য অনেক প্রয়োজন ছিলো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ