বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াত জোটের সংবাদ সম্মেলনে যাচ্ছে না ইসলামী আন্দোলন  প্রার্থী ও নেতাকর্মীদের নির্বাচনি আচরণবিধি মেনে চলার আহ্বান জমিয়তের আলেম-উলামাসহ সব ধর্মের মানুষ বিএনপির কাছেই নিরাপদ: শামা ওবায়েদ মাওলানা উবায়দুল্লাহ ফারুককে ইসির শোকজ সীমান্তের কোল ঘেঁষে শিশুর দেশপ্রেমী গান, নেটদুনিয়ায় তোলপাড় বিক্ষোভে প্রায় ২০০০ নিহত, দাবি ইরানি কর্মকর্তার নিকাব নিয়ে কটূক্তিকারীর শাস্তি না হলে ধরে নেব বিএনপি এই বক্তব্য ধারণ করে দুইটি মামলায় খালাস পেলেন আখতার হোসেন সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের কথা বলা হবে: সালাহউদ্দিন ‘রুমিন ব্যারিকেড’ ডিঙ্গাতে পারবেন কি মাওলানা জুনায়েদ আল হাবীব?

হঠাৎ অসুস্থ কলরবের নাশিদ শিল্পী মুফতি সাঈদ আহমদ, দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরবের নির্বাহী পরিচালক ও নাশিদ শিল্পী মুফতি সাঈদ আহমদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

লাগাতার মাহফিল, প্রোগ্রাম ও কাজের ধকলের কারণে হঠাৎ তিনি অজ্ঞান হয়ে পড়েন। বর্তমানে নিজ বাসায় ডাক্তারের পরামর্শে বিশ্রাম নিচ্ছেন তিনি। এখনো হাসপাতালে ভর্তি করানোর মতো পরিস্থিতি তৈরি হয়নি।

আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন কলরবের যুগ্ম নির্বাহী পরিচালক মাওলানা বদরুজ্জামান।

‘দীর্ঘ সময় রেস্ট না নেওয়ায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মাওলানা সাঈদ আহমদ, তবে আশঙ্কার কিছু নেই বলে জানিয়েছেন মাওলানা বদরুজ্জামান। বর্তমানে নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন।

মাওলানা সাঈদ আহমদ অজ্ঞান হয়ে পড়ার পর তিনি হার্ট অ্যাটাক করেছেন বলে খবর ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। খবরটিকে অসত্য বলে জানিয়েছে কললব কর্তৃপক্ষ। বর্তমানে তিনি সুস্থ আছেন এবং সবার কাছে দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য ২০০৪ সালে প্রখ্যাত ইসলামি সংগীত শিল্পী আইনুদ্দীন আল আজাদের হাত ধরে প্রতিষ্ঠিত হয় জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব। দেশব্যাপী ইসলামি সংস্কৃতি ও সংগীত প্রসারে কাজ করছে সংগঠনটি। ইতোমধ্যে সংগঠনটির শিল্পীরা কাজের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রপতিপদকসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন।

এরই মধ্যে সংগঠনটির ইউটিউব চ্যানেল ৫ মিলিয়ন সাবস্ক্রাইবারের মাইলফলক অর্জন করেছে।

এটি/এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ