মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৯ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬


শ্রীপুরের বরমী বাজার উচ্চ বিদ্যালয়ে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল হোসেন। গাজীপুরের শ্রীপুরের বরমী বাজার এলাকায় উচ্চ বিদ্যালয়ে আবার অগ্নিকণ্ডের ঘটনা ঘটেছে। গেল শনিবার (২২ জানুয়ারি) রাত তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ধারণা করা হয়েছে।

আগুন লাগার ঘটনায় স্কুলের তিনটি কক্ষে থাকা প্রায় ১৪ থেকে ১৫ লাখ টাকার আসবাবপত্র পুড়ে গেছে বলে জানিয়েছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারী।

বরমী বাজার এলাকার স্থানীয় সূত্রে জানা যায়, (২২ জানুয়ারি) দিবাগত মধ্যে রাতে স্কুলের কক্ষে আগুণ লাগে। পরে স্থানীয়দের সহযোগীতায় ও মাওনা ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘণ্টা পর আগুণ নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের অফিসার ইফতেখার রায়হান জানান, বরমী বাজার উচ্চ বিদ্যালয়ে আগুন লাগার খবর পেয়ে ওই রাতেই তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ