মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৯ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬


মির্জাপুরে ট্রাকচাপায় মাদরাসা ছাত্র নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক চাপায় লামিম (১২) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার বাওয়ার রোড সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত লামিম উপজেলার তরফপুর ইউনিয়নের টাকিয়া কদমা গ্রামের আলী হোসেন ইদ্রিসের ছেলে বলে।

হাইওয়ে পুলিশ জানায়, মাদরাসা থেকে ফেরার পথে মহাসড়কের ওই স্থানে ঢাকাগামী দ্রুতগতির একটি ট্রাক লামিমকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গোড়াই হাইওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল হক বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ