শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
"পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা” ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদ ও নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে সাভারে হেফাজতের বিক্ষোভ আমরা একজোট হয়ে ভারতকে জবাব দেব: মাওলানা ফজলুর রহমান পটিয়ার সাবেক সিনিয়র উস্তাদ মাওলানা আব্দুল মান্নান দানিশের ইন্তেকাল নারী সংস্কার কমিশনের কিছু ধারা কোরআন-সুন্নাহর খেলাপ: জামায়াত আমির  ‘নারী সংস্কার কমিশনের উদ্দেশ্য ধর্মীয় ও পারিবারিক কাঠামো ধ্বংস করা’ ঐতিহাসিক দারোগা বাগানের ৩ একর জায়গা উদ্ধার করলেন বন বিভাগ  পেহেলগাম হত্যার তীব্র নিন্দা দারুল উলুম দেওবন্দের অবশেষে ভারতীয়দের ভিসা বাতিল করল পাকিস্তান হজযাত্রায় গ্রামীণফোন গ্রাহকদের জন্য সুখবর!

ইসি আইন করে শেষ রক্ষা হবে না: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় সংসদে প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার নিয়োগে পাস হওয়া বিল প্রত্যাখ্যান করেছে বিএনপি। দলটি বলেছে, ‘এটি জনগণের কাছে গ্রহণযোগ্য নয়। এই আইন তারা মানেন না। আইন করেও সরকারের শেষ রক্ষা হবে না।’

গতকাল বৃহস্পতিবার সংসদে বিলটি পাসের পর এক আলোচনাসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন কমিশনের এই আইন আমরা মানি না। এই আইন শুধু আমাদের কাছে নয়, দেশের মানুষের কাছেও গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য হতে পারে না। যে আইন মানুষ গ্রহণ করে না, সেটি কোনো আইন-ই নয়। এটিকে কেউ মানবে না। আমাদের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্তের কথা আপনাদের জানিয়েছি, এই আইন পাস করার কোনো এখতিয়ার এই সংসদের নেই। কারণ, এই সংসদ জনগণের নির্বাচিত নয়।

বিএনপি মহাসচিব বলেন, ‘শেখ হাসিনা সরকারের অধীনে কোনো নির্বাচনে যাওয়ার প্রশ্নই ওঠে না।’ সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহবান জানিয়ে তিনি বলেন, ওই নিরপেক্ষ সরকার সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করে নির্বাচন কমিশন (ইসি) গঠন করবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সেই ইসির পরিচালনায় নির্বাচন হবে।

‘তড়িঘড়ি করে’ বিল পাসের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, এই আইন ১৭ জানুয়ারি মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। ২৩ জানুয়ারি সংসদে দেওয়া হয়েছে। বিলে সংযোজন বা পরিবর্তন কিছু থাকলে সেটি করতে সংসদীয় কমিটিকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টাও যায়নি, এরই মধ্যে তারা এটি সংসদে এনে পাস করল। আওয়ামী লীগ ভুলে গেছে, বাকশাল করে শেষ রক্ষা হয়নি। এই নির্বাচন কমিশন আইন করেও শেষ রক্ষা হবে না।

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ