বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
ট্রাম্পের হুমকির পরও ইরানে বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড কার্যকর আজ? রাজধানীর তিন জায়গায় সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজট জামায়াতসহ ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা চলন্ত ট্রেনের ওপর আছড়ে পড়লো ক্রেন, নিহত ২২ ‘শের’ দ্বারা রুমিন ফারহানার অভিযোগের জবাব দিলেন জুনায়েদ আল হাবীব  এক মাস ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র মোমিনের ৮ মাস পালিয়ে থাকা ও দেশ ছাড়া নিয়ে মুখ খুললেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত ২২ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়লে উপসাগরীয় অঞ্চলে বিপর্যয় ঘটতে পারে: কাতার

চলতি মাসেই খুলছে আফগানিস্তানের সরকারি বিশ্ববিদ্যালয়গুলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত বছরের আগস্টে তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকে আফগানিস্তানে বন্ধ সরকারি বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হচ্ছে। আগামী ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার কথা রোববার জানিয়েছেন তালেবানের ভারপ্রাপ্ত উচ্চশিক্ষামন্ত্রী।

এদিন কাবুলে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী শেখ আবদুল বাকি হাক্কানি জানান, উষ্ণ অঞ্চলের প্রদেশগুলোর বিশ্ববিদ্যালয় খুলবে ২ ফেব্রুয়ারি আর শীতল অঞ্চলের প্রদেশগুলোর ২৬ ফেব্রুয়ারি। খবর ডনের।

এর আগে তালেবান কর্মকর্তারা জানিয়েছিলেন, নারীদের জন্য পৃথক ক্লাসের ব্যবস্থা করা হতে পারে।

মার্কিন বন্দিকে মুক্তি দিতে তালেবানকে বাইডেনের হুমকি

আফগানিস্তানে তালেবানের হাতে বন্দি মার্কিন নৌসেনার সাবেক কর্মীকে মুক্তি দেওয়ার দাবি জানালেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।

তিনি স্পষ্ট জানান, তালেবান যদি আফগানিস্তানের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে বিন্দুমাত্র আশাবাদী হয়ে থাকে, তাহলে ওই মার্কিন নাগরিককে দ্রুত মুক্তি দিতে হবে।

জানা যায়, দুই বছর আগে মার্কিন নৌসেনার সাবেক কর্মী মার্ক ফ্রেরিচসকে অপহরণ করে তালেবান। প্রায় দশ বছর ধরে আফগানিস্তানে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন তিনি। ওয়াশিংটনের মতে, তালেবানের হাতে আমেরিকার শেষ বন্দি হচ্ছেন ফ্রেরিচস। তাকে মুক্ত করতে পারলে তালেবানদের বিরুদ্ধে বড় সাফল্য পাবে বাইডেন প্রশাসন।

এই বিষয়ে এক বিবৃতিতে বাইডেন বলেন, তালেবান যদি আফগানিস্তানের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে বিন্দুমাত্র আশাবাদী হয়ে থাকে, তাহলে ওই মার্কিন নাগরিককে দ্রুত মুক্তি দিতে হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ