শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১১ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
আল্লামা গহরপুরী রহ.-এর বাড়ির মসজিদের পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন আরবি শব্দের বাংলা প্রতিবর্ণায়ন নির্দেশিকা করতে ইফাবাকে তাগিদ ভারতীয় মুসলমানদের অধিকার ফিরিয়ে দিতে হবে : মুহিব খান ‘আইন মন্ত্রণালয় থেকে বিচারকদের ভয় দেখানো হতো’ একজন পাকিস্তানিরও ক্ষতি হলে ভয়াবহ পরিণাম হবে: খাজা আসিফ যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশে আসছেন না পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পেহেলগামে পর্যটক হত্যার দায়ভার কি ভারত এড়াতে পারে? আ. লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করতে হবে : আমিরে মজলিস জর্ডানে নিষিদ্ধ হলো মুসলিম ব্রাদারহুড  নারী সংস্কার কমিশনের ইসলামফোবিয়া নিয়ে জাতীয় সেমিনার ৩০ এপ্রিল

এবার আসাদুদ্দিন ওয়াইসির গাড়িতে চার রাউন্ড গুলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) নেতা আসাদুদ্দিন ওয়াইসির গাড়িতে গুলি করার অভিযোগ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার উত্তরপ্রদেশের মিরাটে প্রচারের পর দিল্লিতে ফেরার পথে তাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। এতে কেউ হতাহত না হলেও গাড়ির টায়ার বিস্ফোরিত হয়েছে।

এক টুইটবার্তায় ওয়াইসি বলেন, মিরাটের কিথাওরে একটি নির্বাচনে ভোট শেষে ফেরার পর এমন ঘটনা ঘটেছে। তিনি বলেন, চাহাজারসিতে টোল প্লাজার কাছে আমার গাড়িতে চাল রাউন্ড গুলি করা হয়েছে। তিন থেকে চারজন লোক তার ওপর হামলায় অংশ নিয়েছিলেন।

এই রাজনীতিবিদ বলেন, আমার গাড়ি পাংচার হয়ে যায় অন্য গাড়িতে আমাকে বাড়িতে ফিরতে হচ্ছে। আল-হামদুলিল্লাহ, আমরা সবাই নিরাপদে আছি।

প্রায় ৯৩ বছরের পুরনো রাজনৈতিক দল মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের প্রভাব মাত্র বছরকয়েক আগেও হায়দ্রাবাদ শহরের গন্ডির মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে বর্তমানে অন্যান্য রাজ্যেও তা ছড়িয়ে পড়েছে।

ওয়াইসি যেভাবে দেশের নতুন নতুন প্রান্তে জায়গা খুঁজে পাচ্ছেন, তাতে তাকে ভারতীয় মুসলিম সমাজের উদীয়মান মুখ হিসেবে অনেকে দেখছেন। কংগ্রেস তাকে দিচ্ছে ভোট-কাটুয়া তকমা।

হায়দ্রাবাদের রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক শাহিদ মিও বলেন, এটা ঠিকই যে ওয়াইসি খুব দ্রুত উঠে আসছেন ও মানুষ তাকে নানা জায়গায় গ্রহণও করছে, তবে তাকে নিয়ে নানা বিপরীতমুখী ন্যারেটিভও আছে।

তিনি বলেন, অনেকেই তাকে বিজেপির বি-টিম হিসেবে দেখেন, কারণ এখনও ভারতীয় মুসলিম সমাজের বেশির ভাগ ভোট কংগ্রেস বা তাদের জোটের দলগুলোই পায় - কিন্তু ওয়াইসি সেই ভোট কেটে বিজেপিরই সুবিধা করে দিচ্ছেন বলে তাদের অভিযোগ।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ