মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৯ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬


এবার সাফারী পার্কে থাকা সিংহীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল হোসেন। গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একটি সিংহীর মৃত্যু ঘটেছে। বৃহষ্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে পার্কেই এটি মারা যায় বলে নিশ্চিত করেছেন প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী।

তিনি বলেন, সিংহের জীবনকাল এমনিতেই ১২ থেকে ১৪ বছর হয়ে থাকে। সিংহটির বয়সও ১২ এর বেশি হয়েছিল। ২০১৩ সালে ইট পার্কে আনা হয়।

গত বছরের আগস্ট থেকে সিংহটি অসুসস্থ হয়ে পড়ে। তখন থেকে বিশেষজ্ঞ প্রাণি চিকিৎসকেদর তত্ত্বাবধায়নে প্রাণীটির চিকিৎসা করানো হচ্ছিল। গাজীপুর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তাদের তত্ত্বাবধানে এর পোস্ট মর্টেম করা হবে।

উল্লেখ্য, গত জানুয়ারি মাসে পার্কে ১১টি জেব্রা, ১টি বাঘের মৃত্যু হয়। ওইসব প্রাণীর মৃত্যু নিয়ে তদন্ত কমিটি গঠন এবং তদন্তের স্বার্থে পার্কের শীর্ষ পর্যায়ের তিন কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ