শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১১ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
আল্লামা গহরপুরী রহ.-এর বাড়ির মসজিদের পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন আরবি শব্দের বাংলা প্রতিবর্ণায়ন নির্দেশিকা করতে ইফাবাকে তাগিদ ভারতীয় মুসলমানদের অধিকার ফিরিয়ে দিতে হবে : মুহিব খান ‘আইন মন্ত্রণালয় থেকে বিচারকদের ভয় দেখানো হতো’ একজন পাকিস্তানিরও ক্ষতি হলে ভয়াবহ পরিণাম হবে: খাজা আসিফ যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশে আসছেন না পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পেহেলগামে পর্যটক হত্যার দায়ভার কি ভারত এড়াতে পারে? আ. লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করতে হবে : আমিরে মজলিস জর্ডানে নিষিদ্ধ হলো মুসলিম ব্রাদারহুড  নারী সংস্কার কমিশনের ইসলামফোবিয়া নিয়ে জাতীয় সেমিনার ৩০ এপ্রিল

দারুল উলূম দেওবন্দ পরিদর্শনে এলেন ভারতীয় দুই সিনিয়র অফিসার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইবনে নাজ্জার।।

দারুল উলুম দেওবন্দ পরিদর্শন করেছেন হারিয়ানা রাজ্যের পানিপথের কমিশনার ও ভারতের উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে সাহারানপুরের নাকুড় এলাকার নির্বাচন পর্যবেক্ষক আইএএস রাম কুমার এবং গাঙ্গুহ এলাকার নির্বাচন পর্যবেক্ষক ও অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার বিভাগীয় কমিশনার আইএএস এম নায়েক।

বুধবার (২ ফেব্রুয়ারি) তারা দারুল উলুম দেওবন্দে পৌঁছালে  মুফতি আবুল কাসিম নোমানী তাদের অভ্যর্থনা জানান।

মেহমানখানায় দীর্ঘ সময় তাদের সাথে বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন। এসময় তিনি ইংরেজ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ভারতের স্বাধীনতা ও স্বাধীনতা পরবর্তী সময়কালে দেশ ও জাতির জন্য দারুল উলুম দেওবন্দের অবদান তুলে ধরেন। বিশেষ করে রেশমি রুমাল আন্দোলন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এসময় কর্মকর্তারা প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। এছাড়াও প্রতিষ্ঠানের ফতোয়া, শিক্ষা ব্যবস্থা ও প্রশাসনিক বিষয়ের খোঁজ খবর নেন।

রাম কুমার বলেন, ‘দীর্ঘদিন ধরে এখানে আসার ইচ্ছা ছিল, আজ উপস্থিত হতে পেরে খুব খুশী লাগছে’। এম নায়েক বলেন, ‘ছাত্রজীবনেই এই প্রতিষ্ঠান সম্পর্কে পড়েছিলাম। কিন্তু কখনো আসা হয়নি। আজ আসার পর থেকেই আত্মিক প্রশান্তি লাভ করছি’।

পরে উভয়েই প্রতিষ্ঠানের ঐতিহাসিক গ্রন্থগার পরিদর্শন করেন। সেখানে রাখা দুর্লভ বইপত্র দেখে বলেন, ‘আমাদের দেশ ও জাতির জন্য এটা অনেক মূল্যবান একটা জ্ঞানভাণ্ডার’।

পরিদর্শনকালে দুই কর্মকর্তা এশিয়ার অন্যতম সুবিশাল দৃষ্টিনন্দিত মসজিদ-ই-রশিদ ও নবনির্মিত আধুনিক গ্রন্থাগারসহ প্রতিষ্ঠানের ঐতিহাসিক ভবনগুলো পরিদর্শন করেন। এ সময় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সূত্র: বাসিরাত অনলাইন।

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ