মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৯ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬


রামগড়ে ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

খাগড়াছড়ি জেলার রামগড়ে কাজ করতে গিয়ে ভবনের ছাদ থেকে পড়ে রাজু (২৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (২ফেব্রুয়ারি) দুপুর ২টায় রামগড় উপজেলার বলিপাড়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাজু প্রতিদিনের মত এই ভবনে নির্মাণ শ্রমিকের কাজ করে। দুপুর ২টার দিকে হঠাৎ সে ছাদ থেকে পড়ে প্রচন্ড আঘাত পায়। পরে আহত অবস্থায় ঘটনাস্থল হতে রাজুকে উদ্ধার করে রামগড় হাসপাতালে নেয়ার পথেই রাজুর মৃত্যু হয়।

রাজু’র মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার এলাকায় নেমে পড়ে শোকের ছায়া।

জানা যায়, রাজু (২৫) ফটিকছড়ি বাগানবাজার ইউপির ২নং ওয়ার্ডস্থ ইসলামাবাদ এলাকার মোহাম্মদ শাহজাহানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ফারুক।

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ