রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ বৈশাখ ১৪৩২ ।। ২৯ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশন তসলিমা নাসরিনের দোসর : আমিরে মজলিস দাওরায়ে হাদিস পাসে চাকরি দিচ্ছে বোনাফাইড টেক্সটাইল ইসলামি দলগুলোর নির্বাহী কমিটি গঠন প্রক্রিয়ায় পরিবর্তন আনা দরকার সংস্কার ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হবে না : খেলাফত আন্দোলন ‘ইসলামি দলগুলোর মধ্যে বোঝাপড়ার যে সূচনা হয়েছে তা ধরে রাখতে হবে’ ‘ইসলামীবিরোধী নারী কমিশন বাতিল করতে হবে’ হজের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে সময়ের আলোর আয়োজনে গোলটেবিল সিরাজগঞ্জের চার আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা জিলকদের চাঁদ দেখতে কাল বসবে কমিটি পরীক্ষা শেষে রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

অধিকার আদায়ে আমরা কাশ্মীরিদের পাশে থাকব: মাওলানা ফজলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: জমিয়তে ওলামায়ে ইসলাম পাকিস্তান একাংশের প্রধান মাওলানা ফজলুর রহমান বলেন, ব্যর্থ এবং অযোগ্য পাক শাসক কাশ্মীরিদের নিষ্ঠুর জানোয়ারদের হাতে তুলে দিয়েছে। তাছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়ও কাশ্মীরিদের প্রতি সহানুভূশীল নয়।

শনিবার কাশ্মীর সংহতি দিবস উপলক্ষে জমিয়তে ওলামায়ে ইসলাম পাকিস্তান একাংশের আয়োজিত একটি সমাবেশে তিনি এসব কথা বলেন।

ভাষণে মাওলানা ফজলুর রহমান বলেন, অধিকৃত কাশ্মীরে কাশ্মীরিদের ওপর নৃশংসতা চালানো হচ্ছে। পাকিস্তানি জনগণ অধিকৃত কাশ্মীরে নিপীড়নে নীরব নয়, তারা কাশ্মীরিদের অধিকারের জন্য পাশে থাকবে।

উল্লেখ্য, জাতিসংঘের রেজুলেশন অনুযায়ী কাশ্মীরি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার হিসেবে তাদের ন্যায্য সংগ্রামের প্রতি পাকিস্তানের পূর্ণাঙ্গ সমর্থন প্রকাশ করার জন্য প্রতিবছর ৫ ফেব্রুয়ারি কাশ্মীর সংহতি দিবস পালিত হচ্ছে।

দিবসটি বিশ্বসম্প্রদায়ের কাছে নিপীড়িত কাশ্মীরি জনগণের দুর্দশার কথা তুলে ধরে এবং দীর্ঘস্থায়ী বিরোধের সমাধানের প্রতি বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার কথা স্মরণ করিয়ে দেয়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ