মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬


রামগড়ের প্রবীণ আলেম মাওলানা ওবায়দুল হক অসুস্থ, দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পুরাতন রামগড় ইসলামিয়া আজিজুল উলুম (কাজীবাড়ী) মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা ওবায়দুল হক অসুস্থ। গত ৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সোমবার মাওলানা ওবায়দুল হকের ছোট ছেলে মাওলানা মুহিব্বুল্লাহ আওয়ার ইসলামকে এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ডিসেম্বর মাসে ওপেন হার্ট সার্জারি পর আব্বু অনেকটা সুস্থ হয়ে উঠে। কিন্তু জানুয়ারির শেষের দিকে শারীরিক অবস্থার অবনতি হয়। খাবার-দাবার খেতে পারছেন না। বর্তমানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রবীণ এই আলেমের দ্রুত সুস্থতা কামনায় খাগড়াছড়ি কওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ এবং পরিবারের পক্ষ থেকে দেশবাসীর প্রতি দোয়া কামনা করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ