বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ ।। ১১ বৈশাখ ১৪৩২ ।। ২৬ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশে আসছেন না পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পেহেলগামে পর্যটক হত্যার দায়ভার কি ভারত এড়াতে পারে? আ. লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করতে হবে : আমিরে মজলিস জর্ডানে নিষিদ্ধ হলো মুসলিম ব্রাদারহুড  নারী সংস্কার কমিশনের ইসলামফোবিয়া নিয়ে জাতীয় সেমিনার ৩০ এপ্রিল ‘জনরায়কে সম্মান দিয়ে মুফতি ফয়জুল করীমকে মেয়র ঘোষণা করুন’ আস-সুন্নাহয় সাবলম্বী খোকন মিয়া জাকাতদাতা হয়ে উঠতে চান মৌলভীবাজারে মাদরাসায় হামলার ঘটনায় অস্ত্রসহ আটক ৩ ড. ইউনূসের নেতৃত্বে পূর্ণ সমর্থন কাতার প্রধানমন্ত্রীর, সহায়তার আশ্বাস শয়তানের সঙ্গে কম্প্রোমাইজ হলেও আ. লীগের সঙ্গে নয়: টুকু

ক্ষমতায় গেলে গোবর কেনার প্রতিশ্রুতি দিলো কংগ্রেস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের যে কয়েকটি রাজ্যে গরু নিয়ে জনগণ সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছে, তার মধ্যে শীর্ষে উত্তরপ্রদেশ।

স্বাভাবিকভাবেই নির্বাচনী ইশতেহারে উঠে এসেছে বিষয়টি। গতকাল বুধবার কংগ্রেসের ঘোষিত ইশতেহারে তারই প্রতিফলন দেখা গেছে। দলটি ঘোষণা দিয়েছে, সরকার গঠন করতে পারলে তারা কৃষকের কাছ থেকে দুই টাকা কেজি দরে গোবর কিনে নেবে।

ভোটারের দিক থেকে ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশে আজ ১০ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সাত ধাপের ভোট গ্রহণ শেষ হবে ৭ মার্চ। ফল ঘোষণা করা হবে ১০ মার্চ।

নির্বাচনের আগ মুহূর্তে গতকাল ইশতেহার ঘোষণা করে ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেস। দলটির সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী দলীয় ইশতেহার প্রকাশ করেন।

‘উন্নতি বিধান জন ঘোষণাপত্র-২০২২’ শিরোনামের ওই ইশতেহার ঘোষণার সময় প্রিয়াঙ্কা বলেন, রাজ্যে ক্ষমতায় এলে কংগ্রেস সরকার ‘গোধন ন্যায় যোজনা’ শুরু করবে। এর মাধ্যমে তারা কৃষকের কাছ থেকে প্রতি কেজি ২ টাকা দরে গোবর কিনবে। একইসঙ্গে যারা বেওয়ারিশ গবাদি পশুর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে, তাদের দেওয়া হবে ৩ হাজার টাকা।

কংগ্রেসের ইশতেহারে আরো বলা হয়েছে, রাজ্যে ক্ষমতায় আসার ১০ দিনের মধ্যে কৃষকদের ঋণ মওকুফ করা হবে। বিদ্যুৎ বিল মওকুফ করা হবে এবং কোভিড আক্রান্ত পরিবারকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে।

সরকার গঠন হলে ২০ লাখ সরকারি চাকরি দেওয়া হবে উল্লেখ করে কংগ্রেস নেত্রী বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলার অবসান ঘটিয়ে অবৈধভাবে কারাগারে রাখা বন্দিদের মুক্তি দেওয়া হবে। এছাড়া কারিগর, তাঁতি, কৃষক এবং সাবেক সেনাদের মতো গোষ্ঠীগুলোর জন্য বিধান পরিষদে পাঁচটি অতিরিক্ত আসন যুক্ত করা হবে।

উত্তরপ্রদেশে মোট ৪০৩ আসনে সাত দফায় নির্বাচন হবে। এরমধ্যে আজ বৃহস্পতিবার ১১ টি জেলায় প্রথম দফায় ৫৮ আসনে ভোট গ্রহণ করা হবে। এরমধ্যে রয়েছে মীরাট, মথুরা, আলীগড়, গৌতম বুদ্ধ নগর, হাপুর, বাগপত, বুলন্দশহর, মুজাফফরনগর, শামলি, গাজিয়াবাদ এবং আগ্রার বিধানসভা আসনগুলো। প্রধান প্রতিদ্বন্দ্বী দলগুলো হচ্ছে- বিজেপি, এসপি, কংগ্রেস ও বিএসপি। এসব আসনে বিপুল সংখ্যক মুসলিম ভোটারও রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ