বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ ।। ১১ বৈশাখ ১৪৩২ ।। ২৬ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশে আসছেন না পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পেহেলগামে পর্যটক হত্যার দায়ভার কি ভারত এড়াতে পারে? আ. লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করতে হবে : আমিরে মজলিস জর্ডানে নিষিদ্ধ হলো মুসলিম ব্রাদারহুড  নারী সংস্কার কমিশনের ইসলামফোবিয়া নিয়ে জাতীয় সেমিনার ৩০ এপ্রিল ‘জনরায়কে সম্মান দিয়ে মুফতি ফয়জুল করীমকে মেয়র ঘোষণা করুন’ আস-সুন্নাহয় সাবলম্বী খোকন মিয়া জাকাতদাতা হয়ে উঠতে চান মৌলভীবাজারে মাদরাসায় হামলার ঘটনায় অস্ত্রসহ আটক ৩ ড. ইউনূসের নেতৃত্বে পূর্ণ সমর্থন কাতার প্রধানমন্ত্রীর, সহায়তার আশ্বাস শয়তানের সঙ্গে কম্প্রোমাইজ হলেও আ. লীগের সঙ্গে নয়: টুকু

এ ‘প্রথম’ ইসরায়েলি কর্মকর্তা নিয়োগ দিলো আরব বিশ্ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রথমবারের মতো ইসরায়েলি অফিসারকে নিয়োগ করার বিষয় নিশ্চিত করেছে বাহরাইন। কোনো আরব দেশে এটি ইসরায়েলের অফিসিয়াল পোস্টিং।

এই কর্মকর্তার পোস্টিং ৩৪টিরও বেশি দেশের একটি আন্তর্জাতিক জোটের কাজের সাথে সম্পর্কিত। জোটটির নাম প্রকাশ করা হয়নি। বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রীয় বার্তা সংস্থার একটি বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। এএফপি।

মন্ত্রণালয় বলছে, জোটটির কার্যক্রমের অংশ হিসেবে এই অঞ্চলের আঞ্চলিক জলসীমায় নৌচলাচলের স্বাধীনতা, আন্তর্জাতিক বাণিজ্য রক্ষা এবং জলদস্যুতা ও সন্ত্রাসবাদের মোকাবেলা করা হবে।

গত ৩ ফেব্রুয়ারি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ একটি ঝটিকা সফরে বাহরাইন যান। এ সময় তিনি দেশটির সঙ্গে নিরাপত্তা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেন।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই চুক্তি গোয়েন্দা তথ্য, মিল-টু-মিল (সামরিক থেকে সামরিক), শিল্প সহযোগিতা এবং আরও অনেক ক্ষেত্রে সহযোগিতাকে সমর্থন করবে।

বাহরাইন পঞ্চম নৌবহরের সদর দফতরের পাশাপাশি সেন্টকমের জন্য কিছু অপারেশন পরিচালনা করে। এটি মধ্যপ্রাচ্যের জন্য মার্কিন সামরিক সমন্বয় ছাতা সংস্থা, যেখানে ইসরায়েল গত বছর যোগ দিয়েছিল।

ইসরায়েলের সাথে আব্রাহাম চুক্তির অধীনে ২০২০ সালে সম্পর্ক স্থাপন করে বাহরাইন ও আরব আমিরাত। আব্রাহাম অ্যাকর্ডস বা আব্রাহাম চুক্তি হল ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি যৌথ বিবৃতি, যা ২০২০ সালের ১৩ আগস্ট সম্পাদন করা হয়। পরবর্তীকালে শব্দটি সম্মিলিতভাবে ইসরায়েল-আমিরাত সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তি নাম দেওয়া হয়। পরে এই চুক্তিতে বাহরাইনও যোগ দেয়।

২০২০ সালের ১৫ সেপ্টেম্বর আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করেছিলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল লাতিফ বিন রশিদ আল জায়ানি, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান, ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের দক্ষিণ লনে চুক্তিটির মধ্যস্থতায় ছিলেন জ্যারেড কুশনার এবং আভি বারকোভিটস।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ