মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬


উত্তর ফটিকছড়ির প্রবীণ আলেম মাওলানা ওবায়দুল হক আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মু. আতাউর রহমান আলমপুরী
ফেনী প্রতিনিধি

চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, পুরান রামগড় আজিজুল উলুম ইসলামিয়া মাদরাসার সহকারী পরিচালক, ইত্তেফাকুল ওলামা বাগান বাজার ইউনিয়ন ও খাগড়াছড়ি কওমী মাদরাসা ঐক্য পরিষদের উপদেষ্টা, প্রবীণ আলেম মাওলানা ওবায়দুল হক আর নেই।

রোববার দিবাগত রাত ১.৫০ মিনিটের সময় ফেনীর বেসরকারি একটি হাসপাতালে (আলকেমি) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।

ইন্তেকালের সময় মরহুমের বয়স হয়েছিলো ৬৮ বছর, তিনি দীর্ঘদিন যাবত উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যাসহ নানাবিধ জটিল রোগে আক্রান্ত ছিলেন।

তিনি স্ত্রী, ছেলে-মেয়ে, নাতি-নাতনিসহ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা হাজারো ছাত্র, ভক্ত ও অনুরক্ত রেখে যান।

আজ সোমবার (১৪ ফেব্রুয়ারী) জোহরের নামাজের পর বলিপাড়া কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন মাঠে মরহুমের জানাযার নামাজ আদায়ের পর স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।

এদিকে মাওলানা ওবায়দুল হক রহ. এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইত্তেফাকুল ওলামা বাগান বাজার ইউনিয়ন, খাগড়াছড়ি কওমী মাদরাসা ওলামা ঐক্য পরিষদ সহ অসংখ্য সংগঠন ও ব্যক্তিবর্গ।

-কেএল


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ