মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :

পুতিন মানেই রাশিয়া নয়, বিক্ষোভের ডাক নাভালনির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পুতিন মানেই রাশিয়া নন। এ ঘোষণা দিয়ে প্রতিদিন যুদ্ধের বিরুদ্ধে রাশিয়াজুড়ে ও এর বাইরে প্রতিবাদ বিক্ষোভের ডাক দিয়েছেন রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনি।

কড়া ভাষায় তিনি জেল থেকে ধারাবাহিক টুইট দিয়েছেন। বিষাক্ত রাসায়নিক পদার্থের হামলা থেকে বেঁচে যাওয়ার পর এক বছর ধরে তিনি জেলে অবস্থান করছেন। এই রাসায়নিক পদার্থ তার ওপর প্রয়োগ করার জন্য তিনি ক্রেমলিনকে দায়ী করেছেন।

গত মাসে তার বিরুদ্ধে আবার বিচার কাজ শুরু হয়েছে। এতে তার জেলের মেয়াদ কমপক্ষে এক দশক পর্যন্ত বাড়ানো হতে পারে। বর্তমানে তিনি মস্কোর পূর্ব দিকে সর্বোচ্চ নিরাপত্তা সম্বলিত একটি জেলে বন্দি আছেন।

সেখান থেকে টুইটারে লিখেছেন, আমরা, রাশিয়া একটি শান্তিপ্রিয় জাতি হতে চাই। কিন্তু বিস্ময়, খুব কম মানুষই এখন আমাদেরকে সেই নামে অভিহিত করেন। কিন্তু রাশিয়ানদের কমপক্ষে ভীত নীরব মানুষের দেশ হওয়া উচিত নয়, যারা যুদ্ধ না দেখার ভান করে। একবিংশ শতাব্দীর তৃতীয় দশকে এসে আমরা খবর দেখছি ট্যাংকের গোলায় মানুষ পুড়ছে। বোমায় জ্বলছে বাড়িঘর। আমাদের টেলিভিশনগুলোতে একটি পারমাণবিক যুদ্ধ শুরু হওয়ার বাস্তব হুমকি দেখতে পাচ্ছি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ