শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
স্বামীর টাকায় হজ করলে ফরজ আদায় হবে? ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ৩০ ফিলিস্তিনি, নেই উদ্ধারের প্রয়োজনীয় যন্ত্রপাতি পেহেলগামে হামলার স্বচ্ছ তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত: শাহবাজ শরীফ জমিয়তের সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি খেলাফত আন্দোলনের নতুন মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার খেলাফত আন্দোলনের নতুন আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী পটিয়ার সাবেক সিনিয়র দুই উস্তাদের ইন্তেকালে পীর সাহেব চরমোনাইয়ের শোক পটিয়া মাদরাসার সাবেক ছদরে মুহতামিম মাওলানা আমিনুল হক আর নেই এই গরমে ত্বক ভালো রাখতে যেসব ফল খাবেন

ইউক্রেনে আটকে পড়া ২৮ নাবিক নিরাপদে আছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইউক্রেনের বন্দরে আটকে পড়া ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজে আটকে পড়া ২৮ জন নাবিককে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। একইসঙ্গে জাহাজটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

এছাড়া রাশিয়ার হামলায় নিহত ওই জাহাজের প্রকৌশলী হাদিসুর রহমানের মরদেহ সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। একইসঙ্গে নিরাপদে ফেরা ২৮ নাবিকের চারটি ছবিও ফেসবুকে পোস্ট করেছেন তিনি।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে ফেসবুকে নিজের প্রোফাইল থেকে নাবিকদের নিরাপদে সরিয়ে নেয়ার ছবিগুলো পোস্ট করেন তিনি।

ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী লিখেন, ‘নাবিকেরা আপাতত নিরাপদে।’

এর আগে পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেনকে উদ্ধৃত করে ভিডিও বার্তায় শাহরিয়ার আলম জানান, ইউক্রেনে জাহাজে আটকে পড়া নাবিকদের উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে। তারা এখন নিরাপদ স্থানে আছেন। তাদেরকে পোল্যান্ডে নিয়ে আসার জন্যও প্রক্রিয়া শুরু হয়েছে। আশা করা যায়, দ্রুততম সময়ে তাদের পোল্যান্ডে সরিয়ে নেওয়া সম্ভব হবে।

তিনি আরও জানান, নিহত হাদিসুর রহমানের মরদেহ সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। এসময় নিহতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান শাহরিয়ার আলম।

ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর ইউক্রেনের বন্দরে আটকা পড়ে বাংলাদেশী পণ্যবাহী জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’। রাশিয়ার সাঁড়াশি হামলার মুখে জাহাজটি সরিয়ে নেওয়া সম্ভব হয়নি।

এর মধ্যে গত বুধবার জাহাজে মিসাইল আঘাত করে। এতে জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান নিহত হন।

এদিকে বাংলাদেশি জাহাজে রকেট হামলার ঘটনায় ইউক্রেনকে দুষছে রাশিয়া। এছাড়াও নিহত ওই প্রকৌশলীর স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ঢাকাস্থ রুশ দূতাবাস।

-কেএল


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ