শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনগন দিশেহারা: আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্যপণ্যের অসাভাবিক মূল্য বৃদ্ধির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমীরে শরীয়ত আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী।

মঙ্গলবার (১৫ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, রমজান মাস আসার আগেই কতিপয় অসাধু ব্যবসায়ীদের অতি মুনাফাখোরদের সিন্ডিকেট নিত্য পণ্যের মূল্য বাড়িয়ে দিয়েছে। রমজান মাস আসার আর মাত্র ১৮ দিন বাকি। অথচ চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয়পণ্য নিম্ন ও মধ্যবিত্তদের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে।

‘গরীব মানুষ তো দূরের কথা অনেকে ৫০ হাজার টাকা বেতন পেয়েও সংসার চালাতে হিমশিম খাচ্ছে। দুর্নীতিবাজ অতি লোভী মুনাফাখোর মজুদদারদের কারনে পণ্যমূল্য অস্বাভাবিক ভাবে বেড়েই চলেছে। এ দুরবস্থা চলতে থাকলে নিম্ন ও মধ্যবিত্ব নাগরিকদের জীবন জীবিকা অনেকাংশেই অচল হয়ে যাবে। দ্রুত বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের প্রতি জনরোষ বৃদ্ধি পাবে।’

তিনি আরও বলেন, উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় একদিকে কৃষকরা উপযুক্ত পণ্যমূল্য পাচ্ছে না, অপর দিকে ভোক্তারাও ন্যায্যমূল্যে পণ্য খরিদ করতে পারছে না। অতিলোভী মধ্যেসত্বভোগী ও পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজদের দমন করতে না পারলে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

তিনি বলেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের আয়ের চেয়ে খরচের পরিমাণ বেড়ে যাওয়ায় সংসার চালানোর উপায় খোঁজে পাচ্ছে না। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের বাজার সম্বন্ধে সঠিক ধারণা নেই। আন্তর্জাতিক বাজারে মূল বৃদ্ধির অজুহাত দেখিয়ে এই ভরা মওসুমে পেঁয়াজসহ পণ্যমূল্য বৃদ্ধি মেনে নেয়া যায় না। অসৎ উপায়ে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা হলে আইনী ব্যবস্থা নেয়া হবে বলে বাণিজ্যমন্ত্রীর বক্তব্যের দ্রুত বাস্তবায়ন দেখতে চায় জনগণ।

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ