শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

জনগণের কাছে তওবা করে ক্ষমা ভিক্ষা চান: সেতুমন্ত্রীকে ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়া্র ইসলাম ডেস্ক: সরকারের মদদপুষ্ট ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করে দ্রব্যমূল্য বাড়াচ্ছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ কারণে জনগণ দুঃসহ অবস্থার মধ্যে পড়েছে।

বুধবার জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন পেশাজীবী সমন্বয় কমিটির উদ্যোগে ‘স্বাধীনতা সংগ্রামে পেশাজীবীদের ভূমিকা: বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, যখন মানুষ টিসিবির ট্রাকের লাইনে দাঁড়িয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের জন্য আহাজারি করছে সেই সময়ে আবার গ্যাসের দাম বাড়ানোর ষড়যন্ত্র করছে। দেশে গ্যাসের মজুদ থাকা সত্ত্বেও তা উত্তোলন ও বিতরণে অপচয় রোধে কোনো ব্যবস্থা সরকার নেয়নি।

এখন দাম বাড়াতে গণশুনানি করছে। উদ্দেশ্যে এই গ্যাস বিদেশ থেকে আমদানি করা।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘ওবায়দুল কাদের বলেছেন, আমাদেরকে না-কি তওবা করে নির্বাচনে যাওয়ার চেষ্টা করতে হবে। আমি তাকে বলতে চাই, জনগণের কাছে তওবা করে ক্ষমা ভিক্ষা চান আপনাদের কৃতকর্মের জন্য। যে অন্যায় পাপ করেছেন, সেই পাপের জন্য জনগণের কাছে কর জোরে ক্ষমা ভিক্ষা চান এবং ক্ষমা ভিক্ষা চেয়ে পদত্যাগ করুন। নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। নইলে পালাবার পথ খুঁজে পাবেন না।

পেশাজীবী সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্ব এবং সদস্য সচিব রিয়াজুল ইসলাম রিজুর পরিচালনায় আলোচনা সভায় কল্যান পার্টির সভাপতি সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপির কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমান, পেশাজীবী নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান, সিরাজ উদ্দিন আহমেদ, শওকত মাহমুদ, আব্দুল কুদ্দুস, এম আবদুল্লাহ প্রমুখ।

এনটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ