বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ ।। ১০ বৈশাখ ১৪৩২ ।। ২৫ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
কালেকশন কি ভিক্ষাবৃত্তি?—দৃষ্টিভঙ্গির এক নির্মম বিকৃতি সুলতানপুর মাদরাসার ‘মুহিউস সুন্নাহ ভবন’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন সমমনা ইসলামি দলগুলোর সংলাপে সম্মিলিত ৫ ঘোষণা তাহাজ্জুদ নামাজের গুরুত্ব ও ফজিলত কাশ্মিরে পর্যটকদের উপর হামলার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা কাশ্মিরে নিরীহ পর্যটকদের হত্যার প্রতিবাদে মুসলিমদের বিক্ষোভ সংকটের একমাত্র সমাধান রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন: প্রধান উপদেষ্টা  প্রধান উপদেষ্টার সঙ্গে স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ ভারতের ওয়াকফ বিল বাতিলে ঐক্যবদ্ধ হতে হবে: আমিরে মজলিস ভারতীয় দূতাবাস অভিমুখে বাংলাদেশ খেলাফত মজলিসের গণমিছিল

সৌদির তেল ডিপোতে ইয়েমেন হুতি বিদ্রোহীদের হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবের জেদ্দা শহরে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর একটি তেলের ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে।

আরব নিউজের খবরে বলা হয়েছে, ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা ইয়েমেন থেকে এই হামলা চালিয়েছে। তাদের উদ্দেশ্য হলো- বিশ্বের জ্বালানী তেলের উৎস ধ্বংস করা।

খবরে বলা হয়, শহরের আন্তর্জাতিক বিমানবন্দরের দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত নর্থ জেদ্দা বাল্ক প্ল্যান্টের কাছে আগুনের অবস্থান ছিল। চলতি সপ্তাহের শেষে জেদ্দায় একটি ফর্মুলা ওয়ান রেস অনুষ্ঠিত হওয়ার কথা আছে।

এদিকে মার্কিন গণমাধ্যম সিএনবিসি জানিয়েছে, ওই হামলার পর ব্রেন্ট ক্রুড ১.২০ ডলার বা ০.৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ১১৯.৯২ ডলারে পৌঁছেছে। একইসময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড ১.০৪ ডলার বা ০.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ১১৩.৩৪ ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে সৌদির তেলের ডিপোতে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেছেন, এই ধরনের হামলা দেশটির বেসামরিক লোকদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে। তাই এটা অবশ্যই বন্ধ করতে হবে।

পাশাপাশি তেলের ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে এই হামলার নিন্দা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

-কেএল


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ