বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ ।। ১০ বৈশাখ ১৪৩২ ।। ২৫ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
কালেকশন কি ভিক্ষাবৃত্তি?—দৃষ্টিভঙ্গির এক নির্মম বিকৃতি সুলতানপুর মাদরাসার ‘মুহিউস সুন্নাহ ভবন’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন সমমনা ইসলামি দলগুলোর সংলাপে সম্মিলিত ৫ ঘোষণা তাহাজ্জুদ নামাজের গুরুত্ব ও ফজিলত কাশ্মিরে পর্যটকদের উপর হামলার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা কাশ্মিরে নিরীহ পর্যটকদের হত্যার প্রতিবাদে মুসলিমদের বিক্ষোভ সংকটের একমাত্র সমাধান রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন: প্রধান উপদেষ্টা  প্রধান উপদেষ্টার সঙ্গে স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ ভারতের ওয়াকফ বিল বাতিলে ঐক্যবদ্ধ হতে হবে: আমিরে মজলিস ভারতীয় দূতাবাস অভিমুখে বাংলাদেশ খেলাফত মজলিসের গণমিছিল

বো’রকা পরে আসায় পরীক্ষায় বসতে পারেননি মুস’লিম ছাত্রীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের কর্ণাটক রাজ্যের হাভেলি জেলায় বোরকা পরে আসায় পরীক্ষায় বসতে পারেনি এক শিক্ষার্থী। ওই শিক্ষার্থী স্কুলের পোশাক পরে আসলে তাকে পরীক্ষায় বসতে দেয় স্কুল কর্তৃপক্ষ।

এ বিষয়ে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভিকে রাজ্যের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা মোহন কুমার বলেন,ওই শিক্ষার্থী বোরকা পড়ে পরীক্ষা দিতে এসেছিল। সে স্কুলের পোশাকবিধি মানেনি। আমরা তাকে বোঝাই, উচ্চ আদালতের নির্দেশ মেনে চলতে হবে। আমাদের এমন কথার পর সে পোশাক পরিবর্তন করে। পরে সে পরীক্ষায় অংশগ্রহণ করে।

গত বছরের শেষে কর্ণাটকে এক কলেজে কয়েকজন ছাত্রীকে হিজাব পরে আসায় কলেজে প্রবেশ করতে দেওয়া হয়নি। এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে ওই শিক্ষার্থীরা রাজ্যের হাইকোর্টে মামলা করে। কিন্তু মামলা খারিজ করে দেয় হাইকোর্ট।

মামলার রায়ে কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি রিতু রাজ অবস্থী বলেন,আমাদের বিবেচিত মতামত হচ্ছে, মুসলিম নারীদের হিজাব পরা বাধ্যতামূলক ধর্মীয় অনুশাসনের অংশ নয়।

সরকারি আদেশকে চ্যালেঞ্জ করে দেওয়া পিটিশনগুলো খারিজ করে দিয়ে তিনি বলেন,‘ইউনিফর্মের বিষয়ে নির্দেশনা দেওয়ার ক্ষমতা সরকারের আছে।

তবে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর মতে, ভারতের সংবিধান নারীদের পোশাক পরিধানের অধিকার নিশ্চিত করেছে। কোন নারী কী পোশাক পরবে তা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ