মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :

বিদেশি শক্তির সাহায্য নিয়ে আমার বিরুদ্ধে চক্রান্ত করছে বিরোধীরা: ইমরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের জাতীয় পরিষদে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনাস্থা প্রস্তাব নিয়ে গতকাল বিতর্ক হওয়ার কথা ছিল। তবে জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাব ঘিরে বিতর্কের সময় ভোটাভুটি চাওয়ার পরই তা আগামী রবিবার পর্যন্ত স্থগিত করা হয়। এরপরই জাতির উদ্দেশে ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

তিনি অনাস্থা ভোটের আগে পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন। একই সঙ্গে যারা তার বিরুদ্ধে গেছেন তাদের ক্ষমা না করার কঠিন হুঁশিয়ারিও দিয়েছেন ইমরান।

তিনি বলেছেন, ‘শেষ বল পর্যন্ত আমি লড়াই চালাব। বিদেশি শক্তির সাহায্য নিয়ে আমার বিরুদ্ধে চক্রান্ত করছে বিরোধীরা। দেশের সার্বভৌমত্ব নিয়ে কেনাবেচা চলছে। একটি ‘বিদেশি দেশ’ হুমকিপূর্ণ চিঠি পাঠিয়েছে। তবে এটি পাকিস্তানি জনগণের বিরুদ্ধে। এসময় তিনি ওই দেশ যুক্তরাষ্ট্র বলেও উল্লেখ করেন।

ইমরান খান অভিযোগ করেন যে, জাতীয় পরিষদে আনাস্থা প্রস্তাবের আবেদনের আগেই ওই চিঠিতে বলা হয় এ বিষয়ে আলোচনা হচ্ছে। তার মানে হচ্ছে তারা (বিরোধীরা) তাদের সঙ্গে যোগাযোগ রাখছিল। এই চিঠি আমার বিরুদ্ধে ছিল, সরকারের বিরুদ্ধে নয়। সেখানে বলা হয়েছে, অনাস্থা প্রস্তাব পাস হলে পাকিস্তানকে ক্ষমা করে দেয়া হবে, যদি এমনটা না হয়, তাহলে পরিণতি ভোগ করতে হবে। সূত্র : ডন ও জিও টিভি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ