রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


ইশরাকের জামিন শুনানি ১১ মে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতে জামিন চেয়ে আবেদন করেছেন।

রবিবার ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে ইশরাক আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিচারক আগামী ১১ মে জামিন শুনানির দিন নির্ধারণ করেছেন।

এর আগে গত বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ ইশরাকের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত বুধবার সকাল ১১টা ৪০ মিনিটে মতিঝিলের শাপলা চত্বর এলাকায় জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে লিফলেট বিতরণের সময় ইশরাককে গ্রেফতার করে মতিঝিল থানা পুলিশ।

তখন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তিনি গাড়ি পোড়ানোর একটি মামলায় পরোয়ানাভুক্ত এক নম্বর আসামি।

বুধবার গ্রেফতারের পর পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এনামুল হক মিঠু বলেন, ‘ইশরাকের বিরুদ্ধে গাড়ি পোড়ানোর মামলা ছিল। ওই মামলায় তিনি পরোয়ানাভুক্ত এক নম্বর আসামি।’

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ