সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসা ছাত্রী, অভিযুক্ত জামায়াতকর্মী গ্রেপ্তার. ইসলামকে একটি বার সুযোগ দেওয়ার অনুরোধ শায়খে চরমোনাইয়ের বক্তা আমির হামজার বক্তব্য মনগড়া ও অসত্য: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে বিআরটিএ নিজ খরচে দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করলেন তামিম ইকবাল ফজলুর রহমানের মন্তব্যের প্রতিবাদ ডাকসু নেতাদের জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী আরও দুই নেতা যেসব দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে  ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া জাগো হে কওমি তারুণ‍্য!

লালমনিরহাটে বাংলাদেশি ভেবে ভারতীয়কে গু*লি করে মা*রল বিএসএফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লালমনিরহাটের দুর্গাপুর সীমান্তে বিএসএফের গুলিতে সিরাজুল হক (৪৫) নামের এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন।

রোববার (১০ এপ্রিল) ভোরে জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চওড়াটারী গ্রামে এ ঘটনা ঘটে। তবে সীমান্তে বাংলাদেশি ভেবে বিএসএফ সদস্যরা গুলি করেছেন বলে জানা গেছে।

নিহত সিরাজুলের বাড়ি ভারতের কুচবিহার জেলার দীনহাটা থানার হরিরহাট গোফরাটারী এলাকায়।

এদিকে জনপ্রতিনিধি, পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে দুর্গাপুরের চওড়াটারী সীমান্তের ৯২৪ নম্বর মেইন পিলারের ১২ নম্বর সাব-পিলার এলাকায় মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি বিজিবি ও আদিতমারী থানা পুলিশকে অবগত করেন। খবর পেয়ে বিজিবির সদস্য ও আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের পরিচয় শনাক্ত করে।

নিহত সিরাজুল হক ভারতীয় নাগরিক এবং গরু পারাপারের সঙ্গে যুক্ত। গরু নিয়ে সীমান্ত দিয়ে রাতের আঁধারে বাংলাদেশে পার হওয়ার সময় বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়।

বাংলাদেশি ভেবে বিএসএফ তাকে গুলি করে হত্যা করেছে বলে ধারণা দুর্গাপুর ইউপি সদস্য মো. মোস্তাকিন আলীর।

লালমনিরহাটের আদিতমারী থানার সাব ইন্সপেক্টর দীনেশ চন্দ্র রায় জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোক্তারুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ লালমনিরহাট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল আলম সময় সংবাদকে বলেন, সীমান্তে অপ্রীতিকর ঘটনার জন্য বিএসএফকে প্রতিবাদলিপি পাঠানো হয়েছে। ওই চিঠির বিষয়ে বিএসএফের সাড়া পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ