আওয়ার ইসলাম ডেস্ক: শিল্প কারখানায় প্রতিদিন ৪ ঘণ্টা করে গ্যাস ব্যবহার করা যাবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
আজ সোমবার তিনি আমাদের সময়কে বিষয়টি জানান।
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে রমজান মাসজুড়ে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত শিল্প কারখানায় গ্যাস ব্যবহার বন্ধ থাকবে। আগামীকাল মঙ্গলবার থেকে পরবর্তী ১৫ দিন এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
সিদ্ধান্ত বাস্তবায়নে নিয়মিত মনিটরিং করবে গ্যাস বিতরণ কোম্পানির ভিজিল্যান্স টিম।
-এটি