রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


রাজধানীতে ৫০০ চোরাই ফোনসেট ও পার্টস জব্দ, গ্রেফতার ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর হাতিরপুল এলাকায় এক ফ্ল্যাটে গতকাল র‌্যাব-৪ অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের বিপুলসংখ্যক অনিবন্ধিত ও চোরাই মোবাইল ফোনসেটের পার্টসসহ মো. খুলিল উল্যাহ (৫৩) নামের প্রতারকচক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে।

এ সময় নকিয়া ব্র্যান্ডের ৩০৭টি, স্যামসাং ব্র্যান্ডের ১৯৪টি, বিভিন্ন ব্র্যান্ডের মাদারবোর্ড ১৫৭টি, বিভিন্ন ব্র্যান্ডের চার্জার ১৫৭টিসহ সর্বমোট ৫০১টি অনিবন্ধিত ও নকল মোবাইল ফোনসেট ও পার্টস জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২০ লাখ টাকা।

র‌্যাবের সহকারী পুলিশ সুপার মো. জিয়াউর রহমান চৌধুরী বলেন, কিছু অসাধু মোবাইল ব্যবসায়ী সরকারের নির্ধারিত ভ্যাট ও ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানীকৃত অনিবন্ধিত, চোরাই ও নকল মোবাইল ফোনের পার্টস বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করে রেখেছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের বিপুলসংখ্যক অনিবন্ধিত ও চোরাই মোবাইল ফোনসেট, পার্টসসহ খুলিল উল্যাহ নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুলিল উল্যাহ তার অবৈধ ব্যবসার দায় স্বীকার করে বলেন, কয়েক বছর ধরে বিভিন্ন দেশ হতে চোরাপথে অবৈধভাবে মোবাইল ফোন দেশে নিয়ে আসেন।

এ ছাড়া বিভিন্ন দেশ হতে চোরাপথে নকল মোবাইল ফোনের পার্টস এনে বৈধ লাইসেন্স ব্যতীত নিজে অ্যাসেম্বলিং করে মোবাইলগুলো পাইকারি দরে বিক্রয় করেন। এভাবে তিনি সরকারের নির্ধারিত রাজস্ব ফাঁকি দিয়ে জনসাধারণের নিকট বিক্রয় করে প্রচুর মুনাফা করে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তার বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন এবং তার সহযোগীদের গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ